স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি সকলের কাছেই বেশ জনপ্রিয়। ধারাবাহিকে এখন বেশ চমক দেখা দিচ্ছে। যা এতদিন দর্শকরা আশা করে এসেছিল, সেটারই বহিঃপ্রকাশ ঘটছে। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী সূর্যর বাবা খুবই অসুস্থ। তিনি এখন হাসপাতালে ভর্তি। সূর্যর বাবা দীপাকেই চাইছে। দীপা এবং সূর্যর বিয়ের কথা, বিয়ের প্রথম দিনের কথা চোখের সামনে ভেসে আসছে।
বাবার ইচ্ছাকে সম্মতি দিয়ে এবং বাবাকে সুস্থ করে তুলতে বাবার সামনেই সূর্য আবারও বিয়ে করে দীপাকে। কিন্তু মিশকা এই ঘটনা দেখে নিজেকে সামলাতে পারে না। নতুন নতুন ফন্দি আঁটে। দীপা রয়েছে হাসপাতালে, দীপা ক্লান্ত তাই সূর্য বাইরে আসে কফি আনতে। কিন্তু সেই সময় ঘটে এক কান্ড।
মিশকা গুন্ডা লাগিয়ে দীপাকে কিডন্যাপ করে নিয়ে যায়। রূপা মাকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে আর পায় না। তাই সূর্যর কাছে আসে। দীপাকে খুঁজে বের করতে যায় বাবা-মেয়ে মিলে। পুলিশের কাছে যায়, সেখানে গিয়ে জানতে পারে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে মারা গেছে। সূর্য ভাবে এটা হয়ত দীপা। সূর্যর চোখে জল চলে আসে। তারপর দেখে ওটা দীপা নয়।
এরপর আগামী পর্বে রয়েছে নয়া চমক। তারা খুঁজতে খুঁজতে দীপাকে পেল। দীপাকে হিম ঘরে রাখা হয়েছে। দীপা বেহুঁশ হয়ে পড়ে রয়েছে। দীপাকে দেখে সূর্যর চোখে জল আসে। সূর্য ছুটে গিয়ে দীপাকে চেকআপ করে, সে কেমন আছে সেটা জানতে। দীপার প্রতি এখনও ভালোবাসা রয়েছে সূর্যর।
এবার ফাঁস হবে মিশকার সব রহস্য। সকলে বুঝতে পারলেও সূর্য এখনো চিনে উঠতে পারেনি মিশকাকে। তবে জানা যাচ্ছে, তবলা সেনগুপ্ত বাড়িতে আসবে, মিশকা এতদিন দীপার সাথে যা যা করেছে সবকিছুই সবার সামনে প্রকাশ করবে তবলা। এবারেই জমবে আসল খেলা। মিশকার মুখোশ খুলে গেলেই দীপা সূর্য আবার একসাথে হবে। যা শুনে খুব খুশি হচ্ছেন অনুরাগীরা।