দীপার সুখী পরিবার দেখে জ্বলে গেলো মিশকা, আসন্ন পর্বে দর্শকের জন্য দুর্ধর্ষ চমক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি বর্তমানে রয়েছে টিআরপি তালিকার শিরোনামে। ধারাবাহিককে আরও এই জায়গায় ধরে রাখতে ধারাবাহিকে আনা হচ্ছে

Saranna

in star jalsha serial anurager chowa mishka burn to see surja and deepa togather as family

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)। ধারাবাহিকটি বর্তমানে রয়েছে টিআরপি তালিকার শিরোনামে। ধারাবাহিককে আরও এই জায়গায় ধরে রাখতে ধারাবাহিকে আনা হচ্ছে নয়া চমক। বেশ জমজমাট পর্ব দেখা যাচ্ছে। এতদিন দর্শকরা যেটা চেয়ে এসেছিলেন সেটাই হচ্ছে।

ইতিমধ্যেই রূপা জেনে গেছে সূর্য তার বাবা। কিন্তু সূর্য তাকে মেনে নিচ্ছেনা। আর তাই বাবার প্রতি রয়েছে একরাশ অভিমান। অন্যদিকে দীপাও জেনে গেছে রূপার বাবার খোঁজ রূপা পেয়েছে। আর তাই কীভাবে তা জানল, তাঁর উত্তর খুঁজতে সেনগুপ্ত বাড়িতে যায়। লাবণ্য সেন সিসিটিভি ফুটেজ চেক করে দেখে সূর্য দীপার কথোপকথনের সময় রূপা লুকিয়ে সবটা শুনেছে।

in anurager chowa mishka burn to see surja and deepa togather as family

আর এভাবেই সে সবটা শুনেছে। লাবণ্য এবং প্রবীর দুজনেই রূপার কাছে ক্ষমা চায়, রূপা জানায়, আমি কি তাহলে আমার বাবাকে বাবা বলে ডাকতে পারবে না? লাবণ্য জানায় একটু সময় দিতে, সূর্য ঠিক মেনে নেবে। অন্যদিকে দেখা যায় দীপা -সূর্যর বিবাহবার্ষিকীর দিন এসেছে। আর তাই সেই উপলক্ষ্যে চলছে বিশেষ পূজা। আর সেখানে উপস্থিত হয় রূপা এবং দীপা।

এরপর দেখা যায় সোনা-রূপা এবং সূর্য-দীপা একসাথে সকলে মিলে পূজোতে বসে। যা দেখে দর্শকরা বেশ খুশি। এটাই এতদিন চেয়ে এসেছিল। এর মাঝেই বারবার সূর্যর ফোনে মিশকার ফোন আসে। কারণ মিশকার কাছে যাওয়ার কথা ছিল সূর্যর। এরপর ফোনটা নিয়ে মিশকাকে ভিডিও কল করে দীপা , ভিডিও কলে দেখায় কীভাবে সূর্য দুই মেয়ের পাশে বসে খাচ্ছে।

anurager chowa mishka burn to see surja and deepa togather as family

এরপরই মিশকা জ্বলতে থাকে , ভাবে সত্যিই কি সব ঠিক হয়ে গেল। আর এই মিল হওয়া দেখে চুপ নেই মিশকা। সে তার কারসাজি করতে চলেছে। আবার নতুন করে দুজনের সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে। শোনা যাচ্ছে, এবার মিশকা একটি সদ্যজাত শিশুকে নিয়ে হাজির হবে সেনগুপ্ত পরিবারে। এখানে এসে জানাবে এটা তার আর সূর্যর সন্তান।

× close ad