টাকা প্রতিটি মানুষের জীবনে গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় একটি সম্পদ। যা উপার্জন করতে বহু কষ্ট করতে হয় সকলকে। তবে উপার্জিত অর্থ যদি কিছুটা সঞ্চয় না করা যায় তবে কি চলে? বর্তমানে টাকা সঞ্চয়ের অনেক স্কিম (Scheme) আছে। তবে মানুষ নিজের অতিকষ্টে উপার্জিত অর্থ ঝুঁকিপূর্ণ স্কিমে রাখতে ভয় পান। কিন্তু আর আপনাদের চিন্তা নেই। আজ এমনই এক স্কিমের বিস্তারিত জানাব যাতে আপনারা লাভবান হবেন তো বটেই, থাকবেনা কোনো ঝুঁকিও।
এখন ভাবছেন তো এমন কি স্কিম থাকতে পারে যেখানে ঝুঁকি নেই বললেই চলে? আবার সেখানে সুদও বেশি পাওয়া যাবে। এই স্কিম সম্পর্কে আপনারা প্রায় সকলেই কমবেশি অবগত। এটি হল ‘পাবলিক প্রভিডেন্ট ফান্ড’ (Public Pivident Fund) অর্থাৎ পিপিএফ (PPF) একাউন্ট। দেশের সব রকমের নাগরিক এই পিপিএফ একাউন্ট করতে পারেন আর তাতে বিনিয়োগ করতে পারেন।
বিভিন্ন রকম সুবিধা প্রদান করায় সকল স্তরের মানুষের কাছে এটি বেশ জনপ্রিয় একটি স্কিম। ব্যাঙ্ক এবং পোস্ট অফিস দুই জায়গাতেই এই একাউন্ট করা যায়। তারা সময়ে সময়ে এই বিনিয়োগের প্রচারও করে থাকেন। বেশি সুদ, করমুক্ত অর্থরাশি বিনিয়োগ আর মেয়াদ শেষে সম্পূর্ণ জমা অর্থরাশি ফেরত পাবেন গ্রাহক। এই স্কিমে বিনিয়োগের মেয়াদ হয়ে থাকে ১৫ বছর।
তবে ১৫ বছর পর যদি আপনি ইচ্ছুক হন তো আরও ৫ বছর সময়সীমা বাড়িয়ে নিতে পারেন। এতে আপনার ফেরত প্রাপ্ত অর্থের রাশি অনেকটাই বেড়ে যাবে। কেবল ৫ হাজার টাকা আপনি বিনিয়োগ করলে তার রিটার্ন পাবেন ২৬ লক্ষ টাকা। ১৫ বছরের বিনিয়োগের মেয়াদ শেষ হতে আপনি তিনটি বিকল্প পাবেন। যা খুবই গুরুত্বপূর্ণ। ভালো ভাবে বুঝে নিলে আপনার জমানো অর্থ আপনাকে সারাজীবন লাভবান করবে।
প্রথমত, বিনিয়োগের মেয়াদ শেষে আপনি সম্পূর্ণ টাকাটা তুলে নিতে পারেন। দ্বিতীয়ত, টাকা না তুললে আপনি প্রতি বছর সুদ পাবেন ওই জমা অর্থের উপর। আর তৃতীয়ত, মেয়াদ শেষ হলে আরও ৫ বছর মেয়াদ বাড়ানো যাবে। তবে তৃতীয় বিকল্প অনুযায়ী, আপনি ১৫ বছরের মেয়াদ শেষ হলে তা আরও ৫ বছর বাড়াতে পারবেন কিন্তু নতুন করে অরে বিনিয়োগ করতে পারবেননা।
আপনার জমা অর্থের উপরেই আপনি সুদ পাবেন। আর তারপর আবারও এইভাবে ৫ বছর করে বাড়াতে পারবেন। তবে এই বর্ধিত সময়কালে টাকা আপনি আপনার প্রয়োজনে যেকোনো সময় তুলতে পারবেন। বর্তমানে এই স্কিমে সুদের হার ৭.১ শতাংশ। সুদের হারে হিসাব করলেই বুঝতে পারবেন কেউ এই সুদে ১৫ থেকে ২০ বছর ৫০০০ টাকা বিনিয়োগ করলে রিটার্ন পাবেন ২৬.৬৩ লাখ।