পুজোর ধামাকা! অভিনেতা রোহনের সাথে জুটি বেঁধে ‘জগদ্ধাত্রী’ অভিনেত্রীর নতুন চমক

Bengali Serial : ছোটো পর্দার জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী হলেন প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee) রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)। প্রেরণাকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকে সাংভি চরিত্রে।

Saranna

jagadhatri actress and rohan bhattacharya coming on a new project togather

Bengali Serial : ছোটো পর্দার জনপ্রিয় দুই অভিনেতা অভিনেত্রী হলেন প্রেরণা ভট্টাচার্য (Prarona Bhattacharjee) রোহন ভট্টাচার্য (Rohan Bhattacharya)। প্রেরণাকে দেখা যাচ্ছে জগদ্ধাত্রী ধারাবাহিকে সাংভি চরিত্রে। আর রোহনকে দেখা যাচ্ছে স্টার জলসার নতুন ধারাবাহিকের প্রোমোতে দেখা গিয়েছিল। কোনো ধারাবাহিকে দেখা যায়নি। তবে বর্তমানে এই দুই অভিনেতা অভিনেত্রী জুটি বেঁধে পর্দায় আসছে। কয়েকদিন আগে শোনা গিয়েছিল রোহনের সাথে জুটি বাঁধছেন স্বস্তিকা দত্ত।

সামনেই দুর্গাপূজা। এই পুজোতে কত মিউজিক ভিডিও সামনে আসে। যা দেখে মানুষের মনে পুজোর আমেজ মেতে ওঠে। আর সেরকমই একটি মিউজিক ভিডিওতে দেখা যাবে এই দুজনকে। নতুন অ্যালবামের নাম ‘মেতে উঠুক নতুন করে এই পুজোর মরশুম।’ এই অ্যালবামে গান করছেন শোভন গাঙ্গুলী। খুব শীঘ্রই এই অ্যালবামটি মুক্তি পাবে। 

jagadhatri actress and rohan bhattacharya coming on a new puja song

উল্লেখ্য, অনেকদিন পর ‘তুমি আশেপাশে থাকলে’ দিয়ে কামব্যাক করছেন রোহন ভট্টাচার্য। তাঁর সাথে জুটি হিসেবে দেখা যাবে অঙ্গনা রায়কে। তবে শুধু অঙ্গনা নয়, এখানে দেখা যাবে আরও এক নবাগতা অভিনেত্রীকে। ইতিমধ্যেই প্রোমো ভিডিও এসে গেছে। ধারাবাহিকে দেখা যাবে অলৌকিক কাহিনী। অনেকেই উদগ্রীব হয়ে রয়েছেন এই ধারাবাহিক দেখার জন্য। 

অন্যদিকে প্রেরণা ভট্টাচার্যের শুরু হয়েছে যীশু দাশগুপ্তের ‘ভোরের খুব কাছে’ ধারাবাহিক দিয়ে। তারপর দেখা গেছে করুণাময়ী রানী রাসমণি থেকে শুরু করে ওগো নিরুপমা এবং খুকুমণি হোম ডেলিভারির মতো জনপ্রিয় ধারাবাহিকে। অনেক সময় খল চরিত্রেও অভিনয় করতে দেখা গেছে। কিন্তু নায়িকা হওয়ার সবরকম যোগ্যতা থাকলেও নায়িকা হওয়া হয়নি।

 

View this post on Instagram

 

A post shared by Prarona bhattacharjee (@iamprarona)

আসলে কাজের ক্ষেত্রে চরিত্র পছন্দ না হলেও কাজ করেন রোজগারের তাগিদে। যদি গ্যাপ দিয়ে চরিত্র পছন্দ করে কাজ করেন তাহলে চরিত্রের গ্রাফ অনেকটাই নেমে যায়। তাই আর অপেক্ষা না করে যে চরিত্রের সুযোগ পান তাতেই অভিনয় করেন। তিনি বর্তমানে চরিত্রের দৈর্ঘ্যে বিশ্বাসী নয়, চরিত্রটা কতটা মানুষের মনে ছাপ ফেলবে তাতেই তিনি বিশ্বাসী। 

Related Post