সর্বোচ্চ স্কোর করলেই পাবেন ‘জগদ্ধাত্রী’র দেখা, অঙ্কিতা দিলেন অনুরাগীদের বিশেষ সুখবর!

Jagadhatri : নির্মাতারা ধারাবাহিক তৈরী করে জনপ্রিয়তা পাওয়ার জন্যই, এ আর নতুন কি। কিন্তু সেই জনপ্রিয়তা যখন সাধারণ জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়, তখন হয় নতুন কিছু।

Saranna

jagadhatri gave audience oppertunity to meet ankita mallick in real

Jagadhatri : নির্মাতারা ধারাবাহিক তৈরী করে জনপ্রিয়তা পাওয়ার জন্যই, এ আর নতুন কি। কিন্তু সেই জনপ্রিয়তা যখন সাধারণ জনপ্রিয়তাকে ছাড়িয়ে যায়, তখন হয় নতুন কিছু। আর ঠিক তেমনটাই ঘটেছে, জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)র ক্ষেত্রে। এই ধারাবাহিক এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে, অনান্য ধারাবাহিককেও ছাপিয়ে গেছে। একেই বলে নির্মাতার লেখনী। 

গল্পের বুনন আর চরিত্রে সঠিক নির্বাচন দুয়ে মিলে ধারাবাহিককে এত জনপ্রিয় করে তুলেছে। এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র জগদ্ধাত্রী। সে বাড়িতে জগদ্ধাত্রী, বাইরে জ্যাস সান্যাল। তার দুটো রূপ। এই চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে। কখনো সে শক্তিরূপিণী, আবার কখনো সে নমনীয় এবং মমতাময়ী। দরকারে তাঁর হাত অস্ত্র ধরে, আবার দরকারে তাঁর কাঁধ কষ্ট সহ্য করে। 

jagadhatri

জগদ্ধাত্রীর নামে একটি গেম তৈরী হয়েছে। সম্ভবত এই প্রথম বাংলা সিরিয়ালের কোনো চরিত্র নিয়ে তৈরী হয়েছে গেম। এটা দেখে সকলেই অবাক। অবাক জগদ্ধাত্রী চরিত্রে অভিনয় করা অভিনেত্রী অঙ্কিতা মল্লিক নিজেও। এদিন জি বাংলায় ছিল সোনার সংসার অ্যাওয়ার্ড। এই মঞ্চে সঞ্চালক, অভিনেতা আবির চট্টোপাধ্যায় সকলের সামনে এই চমকটা নিয়ে আসেন।

আরও পড়ুনঃ পরাগকে ছেড়ে যেতে পারবেনা, শতদ্রুকে জানিয়ে দিল শিমুল! ফাঁস ধামাকা পর্ব

আবির বলেন, ‘যদি বলি তোমার মতো ট্রেনিং দিয়ে আমরা আবার একটা জগদ্ধাত্রী তৈরী করেছি, তাহলে কি তুমি বিশ্বাস করবে?’ এই কথা শুনে অঙ্কিতা বলেন, ‘দেখি’। তারপরই আবির বলেন, আর একটা জগদ্ধাত্রী ওর মতোই ফাটাফাটি অ্যাকশন করেন। অপরাধীদের একেবারে নাস্তানাবুদ করেন। অঙ্কিতা এসব শুনে ভাবছেন ব্যাপারটা কি?

এরপরই আবির সামনে আনেন জগদ্ধাত্রী গেমিং অ্যাপ। সেখানে দেখা যায় জগদ্ধাত্রীর আদলে তৈরী একজন সে একের পর এক বাধা পেরিয়ে গুন্ডা ধরছে, গেমের আবার লেভেলও আছে। এরপরে আবির বলেন, ‘এই গেমিং অ্যাপ, গেমিং এর দুনিয়ায় ঝড় তুলতে চলে এসেছে জগদ্ধাত্রী ওরফে জ্যাস। আপনারাও প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। আর মজার বিষয় হল এই গেম খেলে যে বেশি পয়েন্ট কালেক্ট করবে সে পেয়ে যাবে জগদ্ধাত্রীর সাথে দেখা করার সুযোগ। 

Related Post