জাল ওষুধ চক্রে কৌশিকী’র নাম, জ্যাসকেই করতে হবে অ্যারেস্ট! রইল ‘জগদ্ধাত্রী’ ধুন্ধুমার পর্ব

Jagadhatri : প্রত্যেক সপ্তাহে সকলের চোখ টিআরপি তালিকার দিকে থাকে। এবারের টিআরপি তালিকা দেখে অধিকাংশ লোকের চোখ কপালে উঠেছে, যে ধারাবাহিক টানা এক বছরের বেশি

Saranna

jagadhatri serial kaushiki traped with inlligal medicine supply

Jagadhatri : প্রত্যেক সপ্তাহে সকলের চোখ টিআরপি তালিকার দিকে থাকে। এবারের টিআরপি তালিকা দেখে অধিকাংশ লোকের চোখ কপালে উঠেছে, যে ধারাবাহিক টানা এক বছরের বেশি সময় ধরে সবার প্রথমে ছিল, সেই ধারাবাহিক এখন পঞ্চমে। আর সেই জায়গায় প্রথম স্থান অধিকার করল কে? জগদ্ধাত্রী (Jagadhatri)জি বাংলার (Zee Bangla) অত্যন্ত  জনপ্রিয় একটি ধারাবাহিক জগদ্ধাত্রী।

নিজেদের স্থান একই জায়গায় ধরে রাখতে ধারাবাহিকে আসছে নতুন চমক। প্রথমদিকে যখন ধারাবাহিকটি সকলের সামনে আসে, তখন জানা গিয়েছিল একজন নারী যিনি অন্দরে গৃহবধূ আর বাইরে জাঁদরেল অফিসার। কিন্তু সময় যত এগোতে থাকে এই ধারণাটা বদলে যায়। তার বদলে আসতে থাকে গোয়েন্দা কাহিনী।

jagadhatri serial mehendi traped kaushiki

জগদ্ধাত্রী বা জ্যাস স্যানাল হলেন লেডি গোয়েন্দা, তাঁর কাজই হল রহস্যের অনুসন্ধান করা। এটা করতে করতেই সে অনুধাবন করতে পারে যে সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে, অর্থাৎ নিজের বাড়ির মধ্যেই রয়েছে রহস্য। জগদ্ধাত্রীকে তার শ্বশুর বাড়ির কেউ মেনে না নিলেও, তার পাশে সবসময় রয়েছে তাঁর ননদ কৌশিকী। জগদ্ধাত্রী আর কৌশিকীর অনেক শত্রু লক্ষ্য করা যায়।

জগদ্ধাত্রীকে মেরে ফেলার জন্য অনেকেই মুখিয়ে রয়েছেন, আর কৌশিকীর মালিকানা দখল করতে অনেকেই মরিয়া।দুজনেই যেহেতু একে অপরের পাশে থাকে, তাই দুজনকে শেষ করতে শত্রুরা নতুন ঘুটি সাজিয়েছে। যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী  বর্তমানে দেখা যাচ্ছে কৌশিকী মুখার্জীর বিয়ে। বাড়িতে সাজো সাজো রব। এর মাঝেই জগদ্ধাত্রীর কাছে খবর আসে নর্থ ইস্ট সব জায়গাতেই জাল ওষুধের কারবার চলছে।

jagadhatri serial kaushiki traped with inlligal movement

আর সেই জাল ওষুধের সাথে জড়িয়ে গেছে কৌশিকীর কোম্পানি। তাহলে কি এবার কৌশিকী অ্যারেস্ট হবে? বিয়েটা আর হবেনা? সাথে সাথে কৌশিকীর চেয়ার দখল করে নেবে ওই মেহেন্দী। এতদিন ধরে ও এটাই চেয়ে এসেছিল । জ্যাস  থাকতে, কৌশিকীকে কেউ অ্যারেস্ট করতে পারবেনা, সে ঠিক খুঁজে বার করবে আসল সত্যিটা। কি হয় সেটাই এখন দেখার।

× close ad