‘সুখে দুঃখে মিষ্টি মুখে মিঠাই’। এই গানটা প্রতিটি বাংলা সিরিয়াল প্রেমীর মন আনন্দে ভরিয়ে তুলতো। নির্দিষ্ট সময়ে জি বাংলার পর্দায় ‘মিঠাই’ দেখতে কেউ ভুলতেননা। তবে দর্শকের সেই প্রিয় ধারাবাহিক সম্প্রতি বন্ধ হয়ে গেছে। ‘মিঠাই’ এখন অতীত। সেখানে জায়গা করে নিয়েছে নতুন সিরিয়াল। তবে প্রায় ৩ বছর ধরে মিঠাই যেভাবে দর্শকের ঘরে ও মনে জায়গা করে নিয়েছিল তা ভোলা এত সহজ হবেনা।
এখনও দর্শকের চোখে সিডাই জুটিই সেরা। এখনও তারা মনোহরাকেই সেরা পরিবার বলে মনে করেন। বাংলার মিষ্টিকে ঘরে ঘরে পৌঁছে দিয়েছে মিঠাই। প্রতি পদে ধারাবাহিকের নামের সার্থকতা প্রমান পেয়েছে। হল্লা পার্টির মত এত আনন্দ হয়ত দর্শক হাতেগোনা সিরিয়ালেই পেয়েছেন। তাই ‘মিঠাই’য়ের জনপ্রিয়তায় এখনও ভাটা পড়েনি।
সময়ের সাথে সাথে সবটাই মেনে নিতে হয়। সেরকমই মিঠাই শেষটাও দর্শক মন থেকে মেনে নিতে না পারলেও নতুনকে জায়গা দিতে এই ধারাবাহিককেও একসময় শেষ হতেই হত। তবে শেষ সময়েও বাজিমাত করেছে মিঠাই। TV9 বাংলার তরফে আয়োজিত একটি অ্যাওয়ার্ড শো তে সেরা জুটি হিসাবে পুরস্কার জিতে নিয়েছে সেই সিডাই জুটিই।
তবে মিঠাই শেষ হয়ে গেলেও মিঠাই ধারাবাহিকের ওড়িয়া ভার্সন ঝিল্লি যা জি সার্থক চ্যানেলে সম্প্রচার হয় তা এখনও চলছে। আর কোনো এক মিঠাই ভক্ত সেই ধারাবাহিকের শুরুর প্রোমো শেয়ার করে লিখেছেন, মিঠাইয়ের স্মৃতি ফিরে পাওয়া গেলো। যেহেতু, এই ধারাবাহিকটি মিঠাইয়ের গল্প নিয়েই রিমেক হয়েছে তার প্রোমোতে মিঠাইয়ের ছোঁয়া তো থাকবেই। আর তা দেখেই আরেকবার ‘মিঠাই’ এর পুরোনো স্মৃতিতে ভাসলেন অনুরাগী।
আসলে ‘মিঠাই’ কেবল সিরিয়াল নয় দর্শকের কাছে আবেগে পরিণত হয়েছিল। শেষ দিন পর্যন্ত শুটিং সেটের বাইরে ভিড় জমিয়েছিলেন অজস্র অনুরাগী। তারা নিজেদের মত করে উপহারে ভরিয়ে দিয়েছেন তাদের প্রিয় কলাকুশলীদের। সৌমিতৃষাকে ভালোবাসেন বহু মানুষ। তার জন্য লঙ্কাপোড়া পর্যন্ত আনা হয়েছিল উপহারে। এপার বাংলা ওপার বাংলাকে বিনোদনের সুতোয় বেঁধেছিল মিঠাই।