ধারাবাহিকের চমক আনতে, ধারাবাহিকের ঘটনা গুলোকে অনেক বছর এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, যাকে বলা হয় লিপ নেওয়া। জি থেকে স্টার প্রত্যেকটি চ্যানেলেই দেখা যাচ্ছে ধারাবাহিক লিপ নিচ্ছে। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় একটি ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari)। টিআরপি তেও বেশ ভালো ফলাফল। একেবারে তৃতীয় স্থানে রয়েছে।
তবে চমক বাড়াতে এই ধারাবাহিকের কাহিনীতেও দেখা যাচ্ছে, ধারাবাহিকটি লিপ নিয়েছে। লিপ নেওয়ার পর ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে, মিতুলের সদ্যজাত সন্তান হাসপাতাল থেকেই নিখোঁজ হয়ে যায়। এর মাঝে এগিয়ে যায় বেশ কিছু বছর। মিতুলের মেয়ে গুগলি কলেজে পড়ে। গুগলিকে কলেজে ভর্তি করাতে নিয়ে যাওয়ার দিন মিতুল রাস্তায় দেখে একটি ছেলে মারামারি করছে, আর তা দেখে ছেলেটিকে চড় কষিয়ে দেয় মিতুল।
ধারাবাহিকে, গুগলি ও আদরের চরিত্রে নবাগতা দুই অভিনেতা অভিনেত্রীকে দেখা যাচ্ছে। তবে অনেকেই এই আদর চরিত্রের ছেলেটিকে স্টার জলসার একসময়ের জনপ্রিয় ‘রাখি বন্ধন’ সিরিয়ালের বন্ধন বলে মনে করছেন। তবে জানিয়ে রাখি এই ছেলেটি সে নয়। আজ আপনাদের সামনে আদরের আসল পরিচয় নিয়ে এসেছি।
রাখি বন্ধনে অভিনয় করেছিল শিশুশিল্পী সোহম বসু রায় চৌধুরী আর এই আদরের চরিত্রে যে অভিনয় করছে তার আসল নাম সপ্তর্ষি বসু রায় চৌধুরী। দুই শিল্পীর পদবীর পাশাপাশি মুখেরও বেশ মিল রয়েছে। তাই দর্শক বারংবার তাকে সোহম ভাবছেন। তবে কিছু দর্শকের মতে এই সপ্তর্ষি ধারাবাহিক জগতে নতুন হলেও অভিনয় জগতে নতুন নয় সে।
অভিনেত্রী শ্রাবন্তী ও অভিনেতা জিৎ অভিনীত ছবি দিওয়ানা ছবিতে শিশুশিল্পী হিসাবে দেখা গিয়েছিল তাকে। আবার এত বছর পর সে সিরিয়ালের হাত ধরে নতুন করে শুরু করছে। সপ্তর্ষির ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ রাখলে দেখতে পাবেন। খেলনা বাড়ির মুখ্য চরিত্র অর্থাৎ মিতুল অভিনেত্রী আরাত্রিকা মাইতি একটি ভিডিও ট্যাগ করে ক্যাপশনে লিখেছেন, ‘একটা আবেগপ্রবণ হৃদয় ছোঁয়া গল্প।’