শিক্ষাগত যোগ্যতা কতদূর! জেনে নিন এই ৯ তারকা সন্তানের স্কুল-কলেজ শিক্ষা সম্পর্কে

অভিনয় জগতের সকল কলাকূশলীরাই বিশেষত অভিনেতা-অভিনেত্রীরা সর্বদাই চর্চায় থাকেন। তাদের ওঠা-বসা, ঘুরতে যাওয়া, বন্ধু কোনো কিছুই ক্যামেরার অগোচর হয় না। বর্তমানে তারকাদের থেকেও বেশি চর্চায়

Desk

bollywood star kid's education qualification

অভিনয় জগতের সকল কলাকূশলীরাই বিশেষত অভিনেতা-অভিনেত্রীরা সর্বদাই চর্চায় থাকেন। তাদের ওঠা-বসা, ঘুরতে যাওয়া, বন্ধু কোনো কিছুই ক্যামেরার অগোচর হয় না। বর্তমানে তারকাদের থেকেও বেশি চর্চায় থাকেন তাদের ছেলেমেয়েরা। অনেক তারকা সন্তানই ইতিমধ্যে বলিউডে (Bollywood) অভিনয় দিয়ে আত্মপ্রকাশ করেছেন। কিন্তু এখনও অনেক তারকা সন্তান আছেন যারা বলিউডের ভবিষ্যত ষ্টার হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করছেন। বলিউডের তারকা সন্তানদের পুঁথিগত (Bollywood Star Kid’s Education Qualification) যোগ্যতা কতদূর সেটা অবশ্যই আপনাদেরও জানার বিষয়।

তারকা সন্তানদের মধ্যে এখনো অবধি যারা বলিউডে (Bollywood) সিনেমায় অভিনয় করেছেন বা করছেন তারা হলেন সারা আলী খান, জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে ইত্যাদি। এই অভিনেত্রীরা নিজেদের অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিতে শুরু করেছেন। তারা তারকা সন্তানের পরিচয়ের আগে নিজস্ব পরিচয় গড়ে তুলতে এগিয়ে চলেছেন নিজেদের লক্ষ্যে।

know this bollywood star kid's education qualification

তবে, এই তাদেরকে সন্তানরা অভিনয়ের পাশাপাশি কতটা পড়াশুনা করেছেন সেই প্রশ্ন সকলের মনেই উঠে আসে বারবার। তাই আজ এই বলিউড তারকা সন্তানদের পড়াশুনায় যোগ্যতা (Bollywood Star Kid’s Education Qualification) কতদূর সেই তথ্য তুলে ধরবো আপনাদের কাছে। যে তারকা সন্তানরা  ইতিমধ্যেই বলিউডে নিজেদের আত্মপ্রকাশ করেছেন বা যে তারকা সন্তানরা ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ করতে পারেন আজ তাদের পুঁথিগত যোগ্যতা তুলে ধরবো আপনাদের কাছে।

ইব্রাহিম আলী খান (Ibrahim Ali Khan)

বলিউডের নবাব সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের পুত্র ইব্রাহিম। ইব্রাহিম মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) থেকে নিজের স্কুল জীবনের পড়াশুনা সম্পূর্ণ করেছেন। এরপর লন্ডনের এক বোর্ডিং স্কুল থেকে সে তার বাকি পড়াশুনা সম্পূর্ণ করেছে।

অনন্যা পান্ডে (Ananya Panday)

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা চাংকি পান্ডের মেয়ে অনন্যা। অনন্যা নিজের স্কুল জীবনের পড়াশুনা সম্পূর্ণ করেছেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) থেকে। তারপর লস এঞ্জেলস এর ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (University of Southern California) থেকে নিজের স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেছেন।

নব্য নভেলি নন্দা (Navya Naveli Nanda)

বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চনের নাতনি নব্য। নব্য নিজের স্কুল জীবনের পড়াশুনা শেষ করেছেন লন্ডনের সেভেনঅক্স স্কুল (Sevenoaks School) থেকে। তারপর নিউ ইয়র্কের ফোর্ডহাম ইউনিভার্সিটি (Fordham University) থেকে UX Design নিয়ে পড়াশুনায় স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেন ।

সুহানা খান (Suhana Khan)

বলিউডের বাদশা শাখরুখ খানের মেয়ে সুহানা খানও মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) থেকে নিজের স্কুল জীবনের পড়াশুনা সম্পূর্ণ করেছে। এরপর নিউ ইয়র্কের তিছ স্কুল অফ আর্টস (Tisch School of Arts) থেকে পরবর্তী পড়াশুনা সম্পন্ন করছেন।

খুশি কাপুর (Khushi Kapoor)

বনি কাপুর ও প্রয়াত অভিনেত্রী শ্ৰীদেবীর কন্যা খুশি কাপুর তার স্কুল শিক্ষা শেষ করেছেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) থেকে। পরবর্তীতে সে নিউ ইয়র্ক ফিল্ম একাডেমি (New York Film Academy) থেকে সে অভিনয়ের প্রশিক্ষণ নিচ্ছে।

জাহ্নবী কাপুর (Janhvi Kapoor)

প্রয়াত অভিনেত্রী শ্ৰীদেবী পুত্রী জাহ্নবী কাপুর নিজের স্কুল শিক্ষা সম্পূর্ণ করেছেন মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) থেকে। এরপর সে লস এঞ্জেলস এর লি স্ট্রাসবার্গ থিয়েটার এন্ড ফিল্ম ইনস্টিটিউট (Lee Strasberg Theatre and Film Institute) থেকে নিজের স্নাতক ডিগ্রির পড়াশুনা সম্পন্ন করে।

আরিয়ান খান (Aryan Khan)

শাহরুখ পুত্র আরিয়ান খান তার স্কুলের পড়াশুনা করেছে সেভেনঅক্স হাই স্কুল (Sevenoaks High School) থেকে। স্কুল শেষে পরবর্তী স্নাতক ডিগ্রি সম্পূর্ণ করেছে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া (University of Southern California) থেকে।

নাইসা দেবগন (Nysa Devgan)

অজয় দেবগন ও কাজলের কন্যা নাইসা। নাইসাও মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল (Dhirubhai Ambani International School) থেকে পড়াশুনা করেছেন। তারপর সিঙ্গাপুরের ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ অফ সাউথ ইস্ট এশিয়া (United World College of South East Asia) থেকে পরবর্তী পড়াশুনা সম্পূর্ণ করছে।

সারা আলী খান (Sara Ali Khan)

সইফ আলী খান ও অমৃতা সিংয়ের মেয়ে সারা মুম্বাইয়ের বেসান্ত মন্টেসরি স্কুল (Besant Montessori School) থেকে নিজের স্কুল জীবনের শিক্ষা শেষ করে নিউইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি (Columbia University) থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পূর্ণ করেছেন।

× close ad