কেন শ্রী কৃষ্ণের গায়ের রং নীলাভ! জেনে নিন আসল কারণ

ভগবান শ্রী কৃষ্ণ (Lord Krishna) বৈকুন্ঠ বাসী শ্রী নারায়ণের এক অবতার। এই ধরিত্রীতে যিনি অবতার রূপে জন্ম নিয়েছিলেন দানবের নিধন করে ধর্মের প্রসার ঘটাতে। মহাভারতে

Desk

reason behind lord krishnas blue skin colour

ভগবান শ্রী কৃষ্ণ (Lord Krishna) বৈকুন্ঠ বাসী শ্রী নারায়ণের এক অবতার। এই ধরিত্রীতে যিনি অবতার রূপে জন্ম নিয়েছিলেন দানবের নিধন করে ধর্মের প্রসার ঘটাতে। মহাভারতে শ্রী কৃষ্ণের অবদান অসীম। তার এক একটি বাণী অমৃত সম। অধর্ম যখন আমাদের গ্রাস করে তখন নিজের ভিতরের দুষ্ট দানবকে বধ করে কিভাবে আবার ধর্মের পথে ফিরে আসা যায় সেই পথ দেখান ভগবান। হিন্দু ধর্মগ্রন্থ গীতায় তার বর্নিত বাণী অনুযায়ী যখনি পৃথিবীতে অধর্ম মাথাচারা দিয়ে উঠবে তখনই ধর্মের পুণঃস্থাপনায় তিনি অবতাড়িত হবেন পৃথিবীর বুকে। কৃষ্ণবর্ণ ধরণের কারণে ভগবানের নাম কৃষ্ণ রাখা হয়েছিল। তার গায়ের এরূপ রঙের রহস্য অনেক (Reason behind lord krishnas blue skin colour)।

শ্রী কৃষ্ণ কেবল ধর্মের স্থাপনা করতেই পৃথিবীতে অবতাড়িত হননি। তাকে আমরা প্রেমের ঠাকুরও বলে থাকি। কৃষ্ণ প্রেমে মগ্ন থাকেন লক্ষ-কোটি মানুষ। কৃষ্ণ (Lord Krishna) নামে মনে শান্তি আসে। সৃষ্টির কোনায় কোনায় প্রেম ছড়িয়ে দিতে ভগবান অবতার রূপে জন্ম নিয়েছিলেন। তাকে ঘিরে রয়েছে হাজারো তর্ক বিতর্ক। তার প্রেমলীলা, কৃষ্ণলীলা সর্বজন মত বিভাজিত। তবে কৃষ্ণ নামে প্রেম আসে একথা ধ্রুব সত্য। তার গায়ের রং অর্থাৎ তার কৃষ্ণবর্ণ হওয়ার কারণ (Reason behind lord krishnas blue skin colour) আলোচিত হবে আজ।

reason behind lord krishnas blue skin colour 1

 

ভগবান শ্রী কৃষ্ণকে ঘিরে বহু তর্ক-বিতর্কের মাঝে একটি হল তার গায়ের রং। শ্রী কৃষ্ণের গায়ের রং নীল। ভগবানের গায়ের এরূপ রঙের ব্যাখ্যায় আছে অনেক কথিত যুক্তি কিছুটা পৌরাণিক, কিছুটা কাহিনী ভিত্তিক। শ্রী কৃষ্ণের এই নীল গায়ের রঙের সঠিক ব্যাখ্যা আজ আমরা আপনাদের দিতে চলেছি। তো চলুন জেনে নেওয়া যাক ঠিক কি কারণে ভগবানের গায়ের রং নীল বর্ণের।

কেন শ্রী কৃষ্ণের গায়ের রং নীল জানুন আসল কারণ (Reason behind lord krishnas blue skin colour)

পৌরাণিক মত মিশ্রিত কথিত কাহিনী অনুসারে,

প্রথমত,

reason behind lord krishnas blue skin colour when cross jamuna

কথিত আছে, মথুরার কারাগারে বন্ধিনি মা দেবকীর কোলে জন্মগ্রহণ কালে শ্রী কৃষ্ণ বিষ্ণু অবতারে মাতা দেবকী ও পিত বাসুদেবকে নির্দেশ দেন তাকে গোকুলে নন্দের আলয়ে রেখে আসতে। সেই মতো ভগবানের জন্মের পর তার পিত বাসুদেব তাকে নিয়ে উত্তাল যমুনা পার করতে গেলে ভগবান জলে পড়ে যান যমুনার নীল জলে। আর সেই থেকেই তার গায়ের রং হয়েছিল নীল।

দ্বিতীয়ত,

reason behind lord krishnas blue skin colour putona vodh

কথিত আছে, ভগবান শ্রী কৃষ্ণ (Lord Krishna) কংস মামার কাল হয়ে জন্মগ্রহণ করেছিলেন একথা কংস মামা জানতেন। তিনি তার কালকে প্রাণে শেষ করে দিতে অর্থাৎ মেরে ফেলতে পুতনা নামের এক রাক্ষুসীকে গোকুলে পাঠিয়েছিলেন। রাক্ষুসী তার বিষ মাখানো দুগ্ধ পান করিয়ে ভগবানকে মারার চেষ্টা করেছিলেন। পুরান মোতে সেই বিষের প্রভাবেই শ্রী কৃষ্ণের গায়ের রং নীল বর্ণের হয়ে গেছে।

আরও পড়ুনঃ নীল কাঁকড়াবিছে! যার বিষের মূল্য শঙ্খচূড় সাপের বিষের দ্বিগুনেরও অধিক

তৃতীয়ত,

reason behind lord krishnas blue skin colour kaliya domon

যমুনায় বসবাসকারী বিষধর কালিয়া নাগের হাত থেকে গোকুল বাসীকে রক্ষা করতে ভগবান শ্রী কৃষ্ণ কালিয়া নাগের সাথে যুদ্ধ করেছিলেন। কথিত আছে, সেই যুদ্ধের সময় কালিয়া নাগের বিষ ভগবানের গায়ে লাগে আর তাতেই বিষের নীল বর্ণ শ্রী কৃষ্ণের গায়ের রঙে পরিণত হয়।

চতুর্থত,

reason behind lord krishnas blue skin colour shymbol of goddess

দুষ্ট দানবের দমন করে, অধর্মের নাশ করে ধর্মের প্রতিস্থাপন করতেই ভগবানের পৃথিবীতে জন্ম হয়েছিল। তাই তার এরূপ গায়ের রং তার প্রতীক। যা কেবল প্রকৃত কৃষ্ণ ভক্তরাই দেখতে পান।

Related Post