লাইফস্টাইল

দেবীর আরাধনায় ফিরবে সৌভাগ্য, জেনে নিন এ বছরের কোজাগরী লক্ষী পূজোর সময় নির্ঘন্ট

দুর্গাপুজো শেষ, আবারও এক বছরের অপেক্ষা। আবার একটা বছর পর দেবীর মর্তে আগমন ঘটবে। কথিত আছে, পুজোর এইকটা দিন উমা কৈলাস থেকে ছেলে মেয়েকে সাথে নিয়ে মর্তে আসেন বাপের বাড়ি। পুজোর দিনগুলি তাই উমা ঘরের মেয়ে। তাই নবমীর রাত পোহাতেই সকলের মনে বিষন্নতা ছেয়ে যায়। মেয়েকে যে আবার তার স্বামীর ঘরে ফিরতে দিতে হবে। মেয়ে শ্বশুরবাড়ি চলে গেলে সব বাবা মায়েরই তো মন খারাপ করে তাই না।

তবে ধুমধাম করে বরণ করে বাদ্যি বাজিয়ে ভারাক্রান্ত মনে মেয়েকে বিদায় জানালেও পুজোর রেশ কিন্তু শেষ হয়ে যায়না। দুর্গাপুজোর পরে পরেই একে একে লক্ষীপুজো (Kojagari Lakshmi Puja 2022), কালীপুজো আসতে থাকে। তাই মাকে বিদায় জানানোর পরে পরেই লক্ষীর আগমনের প্রস্তুতিতে সকলে ব্যস্ত হয়ে পড়েন।

kojagari lakshmi puja

দেবী লক্ষী, ধন-সম্পদের দেবী বলেই যার আরাধনা আমরা করে থাকি। দুর্গাপুজোর পরে পরেই আসে লক্ষী পুজো। কোজাগরী পূর্ণিমায় দেবী লক্ষীর আরাধনা করা হয় তাই এই লক্ষীপুজো কোজাগরী লক্ষীপুজো বলেই নামাঙ্কিত। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দেবী লক্ষীর আরাধনা করলে ধন, সম্পদ, প্রাচুর্যের কখনও অভাব হয়না। আর যে গৃহে লক্ষী বাস করেন সেই গৃহে অলক্ষী অর্থাৎ হিংসা, কলহ, অভাব এসব প্রবেশ করতে পারেনা।

আসুন জেনে নেওয়া যাক এই বছরের কোজাগরী লক্ষীপূজোর নির্ঘন্ট। আশ্বিনের শেষ পূর্ণিমায় এই পুজো করা হয়। এই লক্ষীপুজোকে কোজাগরী লক্ষীপূজো বলার এটাও একটা কারণ। যদিও প্রতিটি গৃহস্থ বাড়িতে প্রতি বৃহস্পতিবার নিয়ম করে লক্ষীপুজো করা হয়ে থাকে। লক্ষীর ঘট স্থাপন করা হয়। তবে এই কোজাগরী লক্ষীপূজোর আলাদা মাহাত্ম্য আছে মানুষের কাছে।

এবারের পঞ্জিকার নির্ঘণ্ট অনুযায়ী, আগামী ৯ ই অক্টোবর বাংলা তারিখ অনুযায়ী, ২২ শে আশ্বিন ১৮২৯ রবিবার লক্ষীপুজো পড়েছে। পুজো পূর্ণিমা ধরে হবে। পূর্ণিমা শুরু হবে আগামী ৮ ই অক্টোবর অর্থাৎ ২১ শে আশ্বিন রাত ৩ টে বেজে ২৯ মিনিটে। আর পূর্ণিমা শেষ হবে ৯ ই অক্টোবর ২২ শে আশ্বিন রাত ২ টো ২৫ মিনিটে।

1Minutenewz Google News Subscribe
Back to top button