স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক হল ‘কথা’ (Kothha)। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন সাহেব ভট্টাচার্য্য এবং সুস্মিতা দে। এই দুই আনকোরা জুটি দর্শকদের বেশ পছন্দের। টিআরপি তালিকাতেও বেশ নাম করে নিয়েছে এই ধারাবাহিক। ধারাবাহিকে দেখা গেছে , নায়ক-নায়িকার আকাশ পাতাল তফাত। কিন্তু তা সত্ত্বেও তাদের সম্পর্ক ভালো ভাবে এগিয়ে যাচ্ছে।
বর্তমানে এই ধারাবাহিকে সরস্বতী পুজোর এপিসোড চলছে। বিনা ঝঞ্ঝাটে গুহ বাড়িতে সরস্বতী পুজো মেটার কথা, কিন্তু শত্রুরা আর ছাড়বে কেন? তারা তো ওত পেতেই রয়েছে কীভাবে সর্বনাশ করা যায়। আর ঠিক সেটাই হল। কথা যাতে বাড়ির কাছে অপ্রিয় হয়ে যায় তারা সেই চেষ্টায় করল। পুজোর সামগ্রী হিসেবে দোয়াত কলম সবটাই বাইরে ফেলে দিয়ে এসেছে।
অগ্নিভ সেটা পেয়ে বাড়িতে ফেরত পাঠায়। এবং আবার নতুন করে সবকিছু জিনিস আনতে যায়। এইভাবেই অগ্নিভ কথার পাশে থাকছে। হয়তো মনের মিল নেই, কিন্তু পাশে রয়েছে। এর মাঝেই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছে। যাতে দেখা যাচ্ছে, কথার হার্বাল টি এর প্রশংসা জানাচ্ছেন একটা ক্যাফে কোম্পানি।
আরও পড়ুনঃ আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক! বেজায় মনখারাপ দর্শকদের
তিনি জানান কথার তৈরী হার্বাল টি ওদের ক্যাফের ব্রাঞ্চে থাকবে। কথা প্রশ্ন করে, এই চা সে কোথায় পেল? তিনি জানান সেফ এভি আমাকে চা খাইয়েছেন। তখন কথা অগ্নিভকে বলে, আপনি গোপনে আমার চা কিনেছিলেন। এরপরে অভিমানে কথা চলে যায় কাঁদতে কাঁদতে। অগ্নিভও পিছনে পিছনে যায়, কথাকে ধরে বলে ননসেন্স।
কথা বলে, গরীব হতে পারি কিন্তু আত্মসম্মান আমারও আছে। কোন অধিকারে এটা করলেন। কথার এই অভিমান আর কান্না দেখে অগ্নিভ কথাকে কাছে টেনে নিল। এরপরে কি হবে সেটাই দেখার। তবে এরকম একটা প্রোমো ভিডিও দেখতে পেয়ে দর্শকরা বেশ খুশি হয়েছেন। সকলে এটাই চেয়েছিলেন আর ঠিক সেটাই হচ্ছে। এবার টিআরপি নম্বর আরও বেড়ে যাবে।Katha,Katha Serial,Bengali Serial,Star Jalsha,কথা,কথা সিরিয়াল,বাংলা সিরিয়াল,স্টার জলসা