আচমকাই বন্ধ হচ্ছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক! বেজায় মনখারাপ দর্শকদের

টলিপাড়ায় একটা গুঞ্জন প্রায়শই কানে আসছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এক ধারাবাহিক শেষ হতে চলেছে। ধারাবাহিকের কাহিনী ঠিকই আছে, কিন্তু ধারাবাহিকের টিআরপি আগের তুলনায়

Saranna

zee bangla this serial should end soon release upcoming serial's time slot

টলিপাড়ায় একটা গুঞ্জন প্রায়শই কানে আসছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় এক ধারাবাহিক শেষ হতে চলেছে। ধারাবাহিকের কাহিনী ঠিকই আছে, কিন্তু ধারাবাহিকের টিআরপি আগের তুলনায় এতটাই কমে গেছে যে চ্যানেল কর্তৃপক্ষ কিছুতেই ধারাবাহিকটি এগিয়ে নিয়ে যেতে চাইছেন না। যেখানে চ্যানেল কর্মকর্তারা চাইছেন না সেখানে নির্মাতারা কিছুই করতে পারবেন না। 

জি বাংলার সেই জনপ্রিয় ধারাবাহিক হল ‘ইচ্ছে পুতুল’ (Icche Putul)। ধারাবাহিকে বর্তমানে দেখা যাচ্ছে, মেঘ আর নীলের আবার নতুন করে বিয়ে হচ্ছে। নতুন করে বিয়ে হওয়াতে আবার নতুন ফন্দি এঁটেছিল ময়ূরী। কিন্তু প্ল্যান ভেস্তে যায় ধরা পড়ে যায় ময়ূরী। ময়ূরীর সব খেলা শেষ, আর তাকে কেউ বাঁচাতে পারবে না। ময়ূরী অস্বীকার করলেও ময়ূরীর হয়ে সাক্ষী দেবে তার বাবা-মা।

icche putul serial audience happy to see new twist

ময়ূরীকে ধরতে পারলেও রূপকে এখনো ধরতে পারেনি কেউ। আসল কালপিট তো রূপ অর্থাৎ রূপঙ্কর সান্যাল। খুব শীঘ্রই তার রূপ সবার সামনে খুলে যাবে। ধারাবাহিকের এই কাহিনীর গতিবিধি দেখে বোঝায় যাচ্ছে খুব শীঘ্রই হ্যাপি এন্ডিং হতে চলেছে। আর এই ধারাবাহিক শেষ হয়ে আসতে চলেছে নতুন ধারাবাহিক। সন্ধ্যা ৬:৩০ থেকে দেখা যাবে সুব্রত রায়ের ক্রেজি প্রোডাকশনের নতুন ধারাবাহিক।

আরও পড়ুনঃ বাংলা সিরিয়ালে বাবা-মেয়ের সম্পর্কের এক আলাদা নজির গড়েছেন এই দুই জুটি

এই প্রোডাকশন এর আগে ‘রাঙা বউ’, ‘এই পথ যদি না শেষ হয়’ এর মতো ধারাবাহিকের সম্প্রচার করেছে। এই ধারাবাহিক গুলো বেশ হিট হয়েছে। এবার নতুন যে ধারাবাহিক সম্প্রচারিত হবে তার নাম এবং কে কে ধারাবাহিকে থাকছেন তা এখনো অবধি জানা যায়নি। উল্লেখ্য, ইতিমধ্যেই জি বাংলায় এসে গেছে নতুন ধারাবাহিক ‘যোগমায়া’র প্রোমো।

zee bangla upcoming serial jogomaya's first promo come

আরও পড়ুনঃ ‘রোহিনী’ মানেই সুন্দরী সতীন! একই নামে বাংলা সিরিয়াল দাপিয়ে বেড়াচ্ছে এই ৪ খলনায়িকা

ধারাবাহিকে নায়িকা হচ্ছেন নেহা অমনদীপ আর নায়ক সৈয়দ আরেফিন। এই জুটিকে এর আগে দেখা যায়নি ছোটপর্দায়। এই প্রথমবার দেখা যাবে। সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সামনে এসেছে ‘যোগমায়া’ (Jogmaya) সম্প্রচারের দিনক্ষন। আগামী ১১ ই মার্চ থেকে সন্ধ্যে ৬ টায় অর্থাৎ যে সময়ে বর্তমানে ‘ইচ্ছে পুতুল’ দেখা যাচ্ছে সেই স্লটে দেখা যাবে। এই খবরের সাথে সাথে বোঝাই যাচ্ছে ‘ইচ্ছে পুতুল’ আর হাতে গোনা কয়েকদিন চলবে। বেশ মনখারাপ অনুরাগীদের।

Related Post