Weather Update : গরম থেকে মুক্তি! আজ থেকেই বৃষ্টি নামতে পারে রাজ্যের এই জেলাগুলিতে

বিগত কিছুদিন বঙ্গবাসী কিছুটা স্বস্থির নিঃস্বাস ফেলেছে। তীব্রই গরমের মাঝে বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও মাঝারি বৃষ্টি তো কোথাও বজ্র বিদ্যুৎ সহ মুষল

Desk

weather update aajker abohaowa 16th may

বিগত কিছুদিন বঙ্গবাসী কিছুটা স্বস্থির নিঃস্বাস ফেলেছে। তীব্রই গরমের মাঝে বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়েছে। কোথাও মাঝারি বৃষ্টি তো কোথাও বজ্র বিদ্যুৎ সহ মুষল ধারে বৃষ্টি। অবশ্য সাথে ঝোড়ো হওয়াও রয়েছে। মূলত পশ্চিমী বায়ুর জেরেই এই আবহাওয়ার পরিবর্তন। আজ কোথায় কখন হবে বৃষ্টি চলুন জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া (Aajker Abohaowa), সম্পর্ককে কি বলছে আলিপুর আবহাওয়া দফতর।

আজকের আবহাওয়ার খবর ( Kolkata Weather Update Today)

  • আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫° সেলসিয়াস পর্যন্ত হতে পারে।
  • আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৯° সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।
  • বাতাসের গতিবেগ আজ ২৪ কিমি/ ঘন্টা থাকবে।
  • বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ প্রায় ৮৩% থাকবে।
  • আজকের দিনে আকাশ মেঘাছন্ন থাকার সম্ভাবনা প্রায় ৯০%

Weather Update Chances of Rain

আজকের আবহাওয়া (Weather Update)

আলিপুর আবহাওয়ার দফতরের রবিবারের দেওয়া আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কলকাতার আকাশ মেঘে ঢাকা থাকবে আজকের দিনে। সাথে মাঝারি বৃষ্টিও হতে পারে। এর আসতে আগামী ২৪ ঘন্টার মধ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। পাশাপাশি আজকের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫° সেলসিয়াস ও ২৯° সেলসিয়াস থাকতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর :

উত্তরবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই বৃষ্টিপাত চলছে। শেষ পাওয়া আবহাওয়া দফতরের আবহাওর পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। আজ কাল দু দিনেই অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আলিপুরদুয়ার আর কোচবিহার এই দুই জেলায়। যার জেরে আগামী ১৭ই মে পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে ২০ তারিখের পর থেকে আবহওয়ার কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর :

বিগত কয়েক সপ্তাহ পচা গরমের আবহাওয়া সহ্য করার পর কিছুটা স্বস্থির খবর মিলেছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য। বিক্ষিপ্ত ভাবে হলেও বৃষ্টি পাট হয়েছে একাধিক জেলায়। আগামী এক দুই দিনের মধ্যে কলকাতা সহ ত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও নদীয়া জেলায় মাঝারি থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

আগামী কালের আবহাওয়ার খবর

আজকের আবহাওয়ার মত আগামীকালও কলকাতা ও কলকাতার আশেপাশের রাজ্যের আবওহাওয়া প্রায় একই থাকবে। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস থাকছেই। তবে সাথে দক্ষিণ আন্দামান সাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করায় ঝোড়ো হাওয়া চলবে।

× close ad