স্লট বদলেও লাভ হচ্ছে না, নতুনকে জায়গা দিতে ‘এই পথ’ এর পর শেষ হচ্ছে লক্ষী কাকিমা!

আগে দেখা যেত, ধারাবাহিকের বয়স অনেক হয়ে গেছে, তিন বছর, চার বছর। এরপর আর ধারাবাহিক চালানোর মত গল্প অবশিষ্ট নেই, তাই বন্ধ করে দেওয়া হত

Saranna

lakkhi kakima superstar end soon

আগে দেখা যেত, ধারাবাহিকের বয়স অনেক হয়ে গেছে, তিন বছর, চার বছর। এরপর আর ধারাবাহিক চালানোর মত গল্প অবশিষ্ট নেই, তাই বন্ধ করে দেওয়া হত ধারাবাহিক। কিন্তু এখন উল্টো। ধারাবাহিক পুরানো হোক কিংবা নতুন, টিআরপি যখনই কম, তখনই শেষ ধারাবাহিকের পথচলা। জি বাংলা আর স্টার জলসা এই রীতিই প্রয়োগ করছে তাদের ধারাবাহিকের ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও হয়েছে। যেমন মিঠাই থেকে লক্ষী কাকিমা সুপারস্টার (Lakkhi Kakima Superstar) এই দুই সিরিয়ালের সময় পাল্টে দেওয়া হয়েছে।

সম্প্রতি আবারও শোনা যাচ্ছে, শেষ হচ্ছে জি বাংলার আরও একটি ধারাবাহিক। ইতিমধ্যেই জি বাংলায় দেখা গেছে, অনেক নতুন ধারাবাহিকের সূচনা, আর তেমনই শেষ হচ্ছে ঘটমান ধারাবাহিকের পথচলা। সম্প্রতি দেখা যাচ্ছে তিনটে নতুন ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়ে গেছে ‘নিম ফুলের মধু’, ‘সোহাগ জল’, ‘তোমার খোলা হাওয়া’। তিনটে নতুন ধারাবাহিক শুরু করলেও এখনও তারা ক্ষান্ত নন।

lakkhi kakima superstar new promo video viral

আরও একটি ধারাবাহিক তারা আনছে। সেটা হল ‘রাঙা বউ’। এই নতুন ধারাবাহিকটি দেখা যাবে 19 ডিসেম্বর থেকে রাত সাড়ে আটটার স্লটে। এতদিন রাত সাড়ে আটটায় দেখা যেত, ‘লক্ষী কাকিমা সুপারস্টার’ এর। এই ধারাবাহিককে রাত ১০টার স্লটে দেখা যাবে। আর রাত ১০ টার ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ ধারাবাহিকটি শেষ করে দেওয়া হয়েছে। 

লক্ষী কাকিমার স্লট বদলে গেলেও রেহায় নেই কপাল পোড়ার কবল থেকে। শোনা যাচ্ছে ১৯শে ডিসেম্বরই নাকি শেষদিনের শ্যুটিং করবেন। এই খবরে পরিচালক বিজয় মাঝি জানান, ‘আপাতত স্লট বদল করা হচ্ছে, ধারাবাহিকের বন্ধের দায়িত্ব চ্যানেল বা প্রযোজনা সংস্থার উপর। তবে আমাদের তরল থেকে আমাদের কিছু জানানো হয়নি’। 

lakkhi kakima superstar serial

এই গুঞ্জন সত্যি কি মিথ্যা তা উত্তর দেবে সময়, তবে এতদিন দেখা গেছে, স্লট বদল মানেই, সেই ধারাবাহিকের শেষ পরিণতি দোরগোড়ায় অপেক্ষা করছে। ধারাবাহিকের টিআরপি কমের জন্যই এই স্লট চেঞ্জ করা হয়, অন্য স্লটে গিয়ে কেমন ফলাফল করে, সেটা দেখার পরই নির্ধারণ করা হয় তার শেষ পরিণতি। লক্ষী কাকিমার ভাগ্যেও হয়ত, এমনই কিছু রয়েছে। 

× close ad