শ্বাশুড়ি-বৌমার সম্পর্কের উর্দ্ধে লুকিয়ে থাকে একই পরিভাষার আরেকটি গল্প! রইল প্রোমো

নতুন বছর আসার আগেই আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া  পুরানো সবকিছুর অবসান ঘটায়। নতুন বছর মানেই নতুন করে শুরু করা, আর তাই তো আমরা অবসান

Saranna

star jalsa new serial meyebela promo come out

নতুন বছর আসার আগেই আমরা আমাদের জীবনে ঘটে যাওয়া  পুরানো সবকিছুর অবসান ঘটায়। নতুন বছর মানেই নতুন করে শুরু করা, আর তাই তো আমরা অবসান ঘটায় পুরানো সবকিছুর। ধারাবাহিক চ্যানেল গুলোও যেন এই চিরাচরিত নিয়মের শিকার। তারাও এই পন্থা অবলম্বন করে। আর তাই তো ধারাবাহিক চ্যানেল গুলোতে পুরাতনের অবসান ঘটিয়ে করা হচ্ছে নতুন ধারাবাহিকের সূচনা। 

জি বাংলাতে আমরা দেখেছি, ইতিমধ্যেই আগমন ঘটেছে, কত সব নতুন নতুন ধারাবাহিকের। আর তাই দেখে স্টার জলসা কেন পিছিয়ে থাকবে। শুধুমাত্র ‘পঞ্চমী’ কে এনেই তারা ক্ষান্ত নন। তাই আবার আনল নতুন ধারাবাহিক। অনেকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল, ‘খেলাঘর’ ধারাবাহিকের পূর্ণা তথা অভিনেত্রী স্বীকৃতি মজুমদার একটি নতুন ধারাবাহিকে ফিরছেন।ধারাবাহিকের নাম ‘মেয়েবেলা’ (Meyebela)। থাকছেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ও।

meyebela

আর সেই জল্পনা সত্যি হল। স্টার জলসার পর্দায় দেখা গেল নতুন ধারাবাহিকের প্রোমো। ধারাবাহিকের নাম মেয়েবেলা।প্রোমো ভিডিওর ক্যাপশনে লেখা রয়েছে একটা সুন্দর লাইন। ‘ছোট থেকেই সমাজ বলে দিয়েছে মেয়েরাই মেয়েদের শত্রু । সত্যিই কি তাই ? নাকি এক ছাদের তলায় লড়তে লড়তে একে অপরের বন্ধু হয়ে উঠবে ওরা?’ ধারাবাহিকে প্রোমো তে দেখা যাচ্ছে, মিত্র বাড়ির শাশুড়ি রুপা গঙ্গোপাধ্যায়, আর তাঁর বিপরীতে দেখা যাচ্ছে বিপ্লব বন্দ্যোপাধ্যায় কে। এরপরই দেখা যায়, তাঁর স্বামী এত বছরের বিবাহিত জীবনে কখনো তাঁকে নিয়ে ঘুরতে যায়নি।

star jalsa new serial meyebela

এই অভিযোগ যখন সে জানায়, স্বামী বাহানা দেয়, মায়ের শরীর খারাপ এখন তুমি ঘুরতে যাবে। আর তখনই বাড়ির আর এক সদস্য বলে ওঠে, মেয়েদের সবসময় মানিয়ে নিতে হয়। এরপরই দেখা যায়, তার ছেলের বউ তথা স্বীকৃতি শাশুড়ির রাগ ভাঙাতে, চায়ের কাপ হাতে নিয়ে সামনে যায়। 

সামনে গিয়ে জানায়, বিয়ের গিফ্টের টাকা গুলো জমিয়ে দার্জিলিংয়ের টিকিট কেটেছি। মা বেঁচে থাকলে মা কেও নিয়ে যেতাম, এবার না হয় আমরা মেয়েরা যায়। একথা শুনে শাশুড়ি জানান, এ বাড়ির শাশুড়ি বউ রা কখনো একসঙ্গে কোথাও বেড়াতে যায়নি যাবেও না। 

এ হেন প্রোমো দেখে দর্শকরা বেশ খুশি, তাই এক অনুরাগী লিখেছেন, ‘সুন্দর স্ক্রিপ্ট মনে হচ্ছে। সমাজের ব্যবস্থা যে কতটা জঘন্য আমরা যে কতটা সেক্রিফাইস করি পরিবারের জন্য এটা বুঝতে কেউ চাইনা।কেউ এটা বুঝে না মেয়েরাও মানুষ। তাদের ও চলার পথে স্বাধীনতা , কারো কেয়ারের দরকার হয়।’

Related Post