শেষ বেলায় বাদ পড়ল ঠাম্মি! ‘নিম ফুলের মধু’র শেষ পর্ব দেখে আক্ষেপ দর্শকদের

দীর্ঘ জল্পনার ইতি ঘটিয়ে সত্যিই শেষ হল নিম ফুলের মধু। কিন্তু বিদায় লগ্নে দেখা মিলল না সকলের প্রিয় ঠাম্মির

Nandini

neem phooler madhu ended

শেষ হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)। বিগত আড়াই বছর ধরে বাকি মেগার ভিড়ে ‘তেঁতো টুকু পেরিয়ে মিঠের হদিশ’ পেতে গিয়ে দর্শকদের  জন্য নিখাদ বিনোদন উপহার দিয়েছে সৃজন-পর্ণার কাহিনী। বিগত কয়েকমাস ধরে শেষের জল্পনা চলছিল নেটপাড়ায়, অবশেষে ৮৩৮ পর্বে এসে ইতি হল গল্পের। রবিবার ৯ই মার্চ হয়েছে শেষ সম্প্রচার। তবে, বিদায়বেলায় মন খারাপের মাঝেও ক্ষুদ্ধ দর্শকেরা। কেন জানেন?

আড়াই বছর পর শেষ হল নিম ফুলের মধু

সেই প্রথম দিন থেকেই গল্পের সবচেয়ে মিষ্টি চরিত্রে ছিলেন ঠাম্মি। গোটা বাড়িটাকে যেমন আগলে রাখতে তেমনি প্রতিবাদও করতেন আর পর্ণাকেও ভালোবাসতেন খুব। কিন্তু শেষ বেলায় তাকেই দেখা গেল না ধারাবাহিকে। এর জেরে মন খারাপ দর্শকদের। এমনকি অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন শেষ পর্বে অনেকে থাকলেও কেন ঠাম্মিকে রাখা হল না! অবশ্য ছোটকা, আর ছোট কাকিমাকেও দেখা যায়নি শেষ পর্বে।

দীর্ঘ শেষের জল্পনায় ইতি

যেমনটা আগে জানিয়েছি, বিগত বেশ কিছুদিন যাবৎ নিম ফুলের মধু শেষ হবে এমন জল্পনা চলছিল। তবে কিভাবে শেষ হবে সেটা নিয়েছিল নানামত। কিছুজনের ধারণা ছিল, মৃত্যু দিয়েই হয়তো শেষ হবে গল্পের। তবে তেমনটা হয়নি, বরং ইশার সমস্ত কীর্তি ফাঁস হয়ে গিয়েছে, এরপর তাকে পুলিশে তুলে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে পসিটিভ অ্যাঙ্গেলেই শেষ হল নিম ফুলের মধু।

নিম ফুলের মধুর বদলে শুরু কোন মেগা?

এতদিন সন্ধ্যে ৬টা থেকে সম্প্রচার হত ধারাবাহিকটির। তবে এবার তার বদলে দেখা যাবে ‘তুই আমার হিরো’। নতুন এই সিরিয়ালে মোহনা মাইতি ও রুবেল দাসকে দেখা যাচ্ছে। শুরু থেকেই দর্শকদের পেশ পছন্দ হয়েছে ধারাবাহিকটি। এবার টিআরপি তালিকায় কেমন পারফর্ম করে সেটাই দেখার।