স্থগিত মাধ্যমিক ২০২২ ফলাফল! অন্ধ্রপ্রদেশের শিক্ষা বিভাগের এমন ঘোষনায় চিন্তায় পড়ুয়ারা

গতকাল অর্থাৎ ৩ রা জুন মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) বেরিয়েছে। এই বছর দশম শ্রেণীর এই ফাইনালের ফলাফল তুলনামূলক ভালো। এই বছর দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে

Desk

madhyamik 2022 result to be hold upto 6 june in andhra pradesh

গতকাল অর্থাৎ ৩ রা জুন মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) বেরিয়েছে। এই বছর দশম শ্রেণীর এই ফাইনালের ফলাফল তুলনামূলক ভালো। এই বছর দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছে প্রায় ১১ লক্ষ ৮৫ হাজারেরও বেশি ছাত্র ছাত্রী। তাদের মধ্যে ছাত্রদের পাসের হার ৮৮.৫৯ আর ছাত্রী পাসের হার ৮৫ শতাংশ। মাধ্যমিক প্রতিটি শিক্ষার্থীর শিক্ষা জীবনের প্রথম ধাপ। এই পরীক্ষা নিয়ে সকল ছাত্রছাত্রীর মধ্যেই চাপা উত্তেজনা কাজ করে।

এই বছর রাজ্যে মাধ্যমিক পরীক্ষায় (Madhyamik Result) যুগ্ম ভাবে দুই ছাত্র প্রথম হয়েছে একজন বাঁকুড়ার বাসিন্দা। আর একজন পূর্ব বর্ধমানের বাসিন্দা। তাদের এই ফলাফলে তাদের পরিবার সহ তাদের মাঝেও বইছে খুশির হাওয়া। আবার নতুন করে শুরু হতে চলেছে সকল মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীর শিক্ষা জীবনে এক নতুন পথের যাত্রা।

madhyomik result of 2022(2)

 

অন্ধ্রপ্রদেশ মাধ্যমিক রেজাল্ট ২০২২ (Madhyamik 2022 on Andhra Pradesh)

কিন্তু গতকাল সব জায়গায় বেরোলোনা মাধ্যমিকের ফলাফল। অন্ধ্রপ্রদেশে মাদাহ্যমিকের ফলাফল স্থগিত করা হয়েছে। ৩ রা জুনের পরিবর্তে তা আগামী ৬ ই জুন প্রকাশিত হবে বলে জানানো হয়েছে। অন্ধ্রপ্রদেশে আজ অর্থাৎ শনিবার মাধ্যমিকের ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু কোনো অনিবার্য কারণ বশত বিজয়ওয়ারা স্কুল কমিশনের মুখ্য সচিব এই ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও ফলাফল জানতে চোখ রাখুন

এই বছর মোট ৬ লক্ষ ২১ হাজার ৭৯৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে। কিন্তু এভাবে দীর্ঘ অপেক্ষার পরও ফলাফল প্রকাশের দিন পিছিয়ে যাওয়াতে স্বভাবতই সকল ছাত্রছাত্রী বেশ চিন্তায় আছে। মুখ্য সচিব হঠাৎ করেই ফলাফল প্রকাশের দিন ঘোষণা করেন অনিবার্য কোনো কারণে এখনই মাধ্যমিক ২০২২ এর ফল প্রকাশ সম্ভবপর হচ্ছেনা। এবং আগামী ৬ ই জুন অবধি তা স্থগিত থাকবে।

Related Post