মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ও ফলাফল জানতে চোখ রাখুন

আজ মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2022) প্রকাশ হতে চলেছে। ৭ ই মার্চ থেকে ১৬ ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান

Desk

madhyomik result of 2022

আজ মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik Result 2022) প্রকাশ হতে চলেছে। ৭ ই মার্চ থেকে ১৬ ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থীদের অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। গত বছর অর্থাৎ ২০২১ সালে করোনা অতিমারীর কারণে মাধ্যমিক দিতে পারেনি দশম শ্রেণীর শিক্ষার্থীরা। সেই বছর মাধ্যমিকের গড় পাসের হার ছিল ১০০ শতাংশ। এই বছর পাসের হার ৮৬.৬ শতাংশ।

এই বছর মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Result 2022) পরিসংখ্যান ছিল প্রায় ১১ লক্ষেরও বেশি। সেখানে কেবল মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজারের কাছাকাছি ছেলেদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯ হাজার। দশম শেণির এই ফাইনাল অর্থাৎ মাধ্যমিকে ছাত্রদের মধ্যে পাসের হার ৮৮.৫৯ শতাংশ। আর ছাত্রীদের মধ্যে পাসের হার ৮৫ শতাংশ হয়েছে।

madhyomik result of 2022

মাধ্যমিক পরীক্ষায় উর্তীন্ন হতে গেলে পঠন বিষয়গুলিতে নূন্যতম ৩৪ নম্বর প্রাপ্ত করতে হয়। একটি অথবা দুটি বিষয়ের ক্ষেত্রে পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর প্রার্থী প্রাপ্ত করতে না পারলেও তাকে উত্তীর্ণ করে দেওয়া হয় কিন্তু দুটির বেশি অর্থাৎ তিনটি পঠন বিষয়ে যদি পরীক্ষার্থী পাসের উপযুক্ত নম্বর প্রাপ্ত করতে না পারে তাহলে তাকে অকৃতকার্য হতে হয়। অর্থাৎ সে উত্তীর্ণ হওয়ার সুযোগ পাবে না।

এইবছর মাধ্যমিকে কত নম্বর পেয়ে কে কোন স্থানে আছে দেখে নিন (Madhyamik Rank List)

পঞ্চম স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর – ৬৮৯ (সর্বমোট ১১ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে)

ষষ্ঠ স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর – ৬৮৮ (সর্বমোট ৬ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে)

সপ্তম স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর – ৬৮৭ (সর্বমোট ১০ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে)

অষ্টম স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর – ৬৮৬ (সর্বমোট ২২ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে)

নবম স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর – ৬৮৫ (সর্বমোট ১৫ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে)

দশম স্থান অধিকারীদের প্রাপ্ত নম্বর – ৬৮৪ (সর্বমোট ৪০ জন পরীক্ষার্থী এই নম্বর পেয়েছে)

পশ্চিমবঙ্গ মাধ্যমিক ফলাফল প্রথম চারটি শীর্ষপদে যারা উত্তীর্ণ হয়েছে (West Bengal Top 4)

প্রথম –  Arnab Ghorai, Rounak Mondal
দ্বিতীয় – Koushiki Sarkar, Rounak Mondal
তৃতীয় – Ananya Dasgupta
চতুর্থ – Abhishek Dutta

মাধ্যমিকের ফলাফল জানতে চোখ রাখুন এই অফিসিয়াল সাইট গুলিতে
  • www.wbbse.wb.gov.in
  • wbresults.nic.in
× close ad