‘পিলু’ অভিনেত্রী মেঘার নতুন রূপে চোখ সরাতে পারছেননা দর্শক! রইল ছবি

ইদানিং কালে টলিপাড়ায় হয়েছে অনেক নতুন মুখের আনাগোনা। কখনও লিড চরিত্রে তো কখনও আবার বিশেষ কোনো পার্শ্ব চরিত্রে। তেমনই এক নবাগতা অভিনেত্রী হলেন মেঘা দাঁ

Nandini

megha daw new look viral on social media

ইদানিং কালে টলিপাড়ায় হয়েছে অনেক নতুন মুখের আনাগোনা। কখনও লিড চরিত্রে তো কখনও আবার বিশেষ কোনো পার্শ্ব চরিত্রে। তেমনই এক নবাগতা অভিনেত্রী হলেন মেঘা দাঁ (Megha Daw)। ‘পিলু’র মধ্যে দিয়ে তার অভিনয়ে হাতেখড়ি হলেও তার যাত্রাটা শুরু হয় নাচের মঞ্চ দিয়ে।

ডান্স বাংলা ডান্সার প্রতিযোগী ছিলেন অভিনেত্রী। সেখান থেকেই ‘পিলু’তে অভিনয়ের সুযোগ। অভিনেতা গৌরবের বিপরীতে অভিনয় করতে দেখা গেছে তাকে। এখনও অবধি ওই ধারাবাহিক শেষের পর অভিনেত্রীকে নতুন কোনো ধারাবাহিকে দেখা যায়নি।

তবে অনুরাগীরা অপেক্ষায় আছেন তাকে নতুন কোনো ধারাবাহিকে নতুন রূপে দেখার জন্য। এরই মাঝে অভিনেত্রীর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেয়েছে। যা অভিনেত্রীর অনুরাগীদের মাঝে হৈ চৈ ফেলে দিয়েছে। মারাঠি লুকে তিনি একেবারে বীরঙ্গনা সেজে রয়েছেন। হাতে লম্বা তরোয়াল।

চোখে যেন আগুন। তার এমন ছবি দেখে অনেকেই ভাবছেন তিনি কোনো নতুন ধারাবাহিকে কাজ করতে চলেছেন কিনা? তবে জানিয়ে রাখি এটা কোনো ধারাবাহিকের লুক নয়। অভিনয়ের পূর্বে মেঘা একজন নৃত্যশিল্পী। আর তাই সম্প্রতি, তাকে এক নাচের প্রোগ্রামে দেখা যাবে।

আরও পড়ুনঃ নতুন রূপে চমক ‘জগদ্ধাত্রী’র, লুক দেখে প্রশংসায় দর্শক

কলকাতায় সায়েন্স সিটি মেন অডিটোরিয়ামে প্রোগ্রাম আছে। আর সেই কারণেই অভিনেত্রী এমন লুক। আগামী ২৯ তারিখ এই শো অনুষ্ঠিত হবে। অভিনেত্রী নিজেই সেই খবর জানিয়েছেন সকলকে। এই ছবির পাশাপাশি সেই খবর ভাগ করে নিয়েছেন।