চারিদিকে ভাইরাল ‘কাঁচা বাদাম’, ট্রেন্ডে থাকতে ‘গজা গজা’ গান ধরলেন মীর, রইল ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়া খুললেই সর্বত্র চোখে পড়ছে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) তৈরী এই গান সর্বত্র ভাইরাল হয়ে পড়েছে।

Desk

Mir Sings Goja Goja after Kacha Badam became Viral

সোশ্যাল মিডিয়া খুললেই সর্বত্র চোখে পড়ছে ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান। বীরভূমের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) তৈরী এই গান সর্বত্র ভাইরাল হয়ে পড়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিরাও এই গানে মেতে উঠেছেন। আর এবার এই ‘কাঁচা বাদাম’ এর সুরেই নতুন গান ধরেছেন হাস্যকৌতুক অভিনেতা মীর (Mir Afsar Ali)। তবে বাদাম নয় এবার গজা নিয়ে গান ধরেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন মীর। যেখানে কোনো এক নৌকায় বোটে উঠে হাতে গজা নিয়ে গান গাইতে দেখা যাচ্ছে তাকে। ‘গজা গজা দাদা গজা গজা. আমার কাছে পাবে গো সাবার গজা’ এমন করেই গান ধরেছেন তিনি। আর শেষে জানিয়েছেন, গোসাবার গজা খেলে পাবেন মজা।

Mir Goja Goja Song after Kacha Badam viral কাঁচা বাদাম থেকে গজা গজা গান মীরের

মীরের গলায় ‘কাঁচা বাদাম’ গানের এই নতুন ভার্শন ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। ২ লক্ষেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন। আর বেশ কয়েক হাজার লাইকও পড়েছে গানের ভিডিওতে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে মীর লিখেছেন, ‘খাবেন নাকি সাদাগজা?’

ভিডিও দেখে গানের প্রশংসা করেছেন নেটিজেনদের অনেকেই। এক নেটিজেনদের মতে, ‘গোসাবার গজা খেলে কি তোমার মত বুদ্ধি ‘গজা’বে? তাহলে ডজন ডজন ভোজন করব।’ তো আরেকজন আবার ভিডিও দেখে লিখেছেন, ‘দেখেই খেতে ইচ্ছা করছে’।

প্রসঙ্গত, মীর কিন্তু প্রথম নন কাঁচা বাদাম গান ভাইরাল হবার পর থেকেই অনেকেই এই গানের সুরে নানা ধরণের গান বানিয়েছেন। কেউ ভাজা বাদাম তো কেউ পেয়ারা তো কেউ ঝালমুড়ি। তবে আসল কাঁচা বাদাম গানের মতো বিখ্যাত হতে পারেননি কেউই।

কাঁচা বাদাম গানের জেরেই রীতিমত সেলেব্রিটি হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর। বাংলায় গান গেয়ে ভাইরাল হবার পর একাধিক ভাষায় রিমেক হয়ে গিয়েছে তাঁর গান। সেই গানও বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে প্রথমে গানের জেরে কোনো উপার্জন না থাকলেও পরে ধীরে ধীরে বেশ কিছু টাকা পেয়েছেন তিনি। আর বর্তমানে বাদাম বিকৃতি পেশা ছেড়ে গান নিয়েই থাকতে চান ভুবন বাবু।

× close ad