গসিপবিনোদনসিরিয়াল

সব চক্রান্ত ফাঁস, মিশকাকে হাতেনাতে ধরবে সূর্য, নিজের অজান্তেই সূর্য-দীপার মিল করাচ্ছে উর্মি!

বর্তমানে যে ধারাবাহিকের জনপ্রিয়তা স্টার জলসায় (Star Jalsha) ব্যপক, তা হল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। যে টিআরপি তালিকায় নাম রাখার জন্য সব ধারাবাহিক উঠে পড়ে লেগেছে, তাদেরকে হারিয়ে টিআরপি তালিকায় সবার প্রথমে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক। এতটা সফল ধারাবাহিকের চমকের জন্য। রাত ৯:৩০ টায় সকলেই টিভির পর্দায় বসে পড়ে, ধারাবাহিকটি দেখার জন্য।

বর্তমানে যাকে কেন্দ্র করে ধারাবাহিকের টিআরপি বাড়ছে, তা হল সোনা আর রূপা। দীপার আর সূর্যের দুই মেয়ে। তবে দীপা আর সূর্যের দুই মেয়ে, একে অপরের কাছে থাকলেও দীপা আর সূর্যের মধ্যে কিন্তু দূরত্ব বহুদূর বিস্তৃত। এই দূরত্ব যে কবে মিটবে, সেটাই প্রশ্ন করছেন দর্শকরা। সবাই চাইছে এই দূরত্ব যেন মিটে যাক।

anurager chowa serial new twist

 

এই দূরত্বের পিছনে রয়েছে মিশকা। আর এই মিশকা যতদিন আছে দূরত্ব কিছুতেই কমবে না। লাবণ্য সেন অনেক চেষ্টা করছে দীপাকে ফিরিয়ে আনার। কিন্তু তাও বিফলে যাচ্ছে। এবার সে যেভাবেই হোক ফিরিয়ে আনবেই। আর তাই লাবণ্য সেন সূর্যর বাবাকে কথা দেয় সে দীপাকে ফিরিয়ে আনবেই। আর এই কথা মিশকা আড়াল থেকে শোনে।

আর এই কথা শুনে মিশকা বলে কিছুতেই দীপাকে সে বাড়িতে ফিরতে দেবে না। তারপর ছোট্ট ঝলকে দেখা যায়, রূপাকে নিয়ে দীপা শান্তিতে ঘুমাচ্ছে। আর মিশকা সেখানে উপস্থিত হয়েছে রাতের অন্ধকারে চুপি চুপি। মিশকা এক ইনজেকশন নিয়ে পৌঁছোয় সেখানে। দীপাকে সে মেরে ফেলার চেষ্টা করে। তবে অন্যদিকে দীপাকে যাতে বাড়িতে ফিরিয়ে আনার সব পথ বন্ধ হয়ে যায় তাই উর্মি সূর্যকে দীপার ঠিকানায় নিয়ে যাওয়ার কথা বলে।

mishka exposed in anurager chhowa

দীপাকে ফিরিয়ে আনার কথা উর্মি গিয়ে সূর্যকে জানাতেই রেগে ওঠে সূর্য। সে উর্মিকে বলে দীপার বাড়ি নিয়ে যেতে। এবার কি হয় সেটাই দেখার। সূর্য কি মিশকাকে হাতেনাতে ধরে ফেলবে এবার? সূর্য আর দীপার কি এবার মিল হবে? সেটাই দেখার। এই দৃশ্য দেখে এক অনুরাগী লিখেছেন, ‘মিশকা দিপাকে মারতে গেছে আর সেখানেই হয়তো সূর্য এবার হাতে নাতে ধরবে মিশকা কে। উর্মি এতোদিনে একটা ঠিক কাজ করলো’।

1Minutenewz Google News Subscribe
Back to top button