ছুটি কাটাচ্ছে মোদক বাড়ির ছেলেরা, কিন্তু বউরা কোথায়? TRP আনতে কি আবার নতুন ট্র্যাক আসছে গল্পে

বিয়ের পর প্রতিটা নারীর জীবন যেমন বদলে যায়, তেমন বদলে যায় প্রতিটা পুরুষের জীবনও। পুরুষদের ব্যাচেলর জীবন কিছুটা ত্যাগ করতেই হয়, মনোনিবেশ করতে হয় সংসারে।

Saranna

zee bangla mithai serial started housewar

বিয়ের পর প্রতিটা নারীর জীবন যেমন বদলে যায়, তেমন বদলে যায় প্রতিটা পুরুষের জীবনও। পুরুষদের ব্যাচেলর জীবন কিছুটা ত্যাগ করতেই হয়, মনোনিবেশ করতে হয় সংসারে। দায়িত্বশীল হয়ে ওঠে তারা। বন্ধুপ্রেয়সী সঙ্গটা একটু ত্যাগ করতেই হয়। আর পারেনা সেইরকম আড্ডা মারতে, সেইরকম দায়িত্বহীন ভাবে ঘুরে বেড়াতে। 

মিঠাই (Mithai) ধারাবাহিকের আনরোমান্টিক উচ্ছেবাবু আজকাল বেশ রোমান্টিক হয়ে উঠেছে। ধীরে ধীরে নিজের ভালোবাসার প্রকাশ করতে শিখছে সে। তবে তাদের জীবনে ঝড় কম নয় তারই মধ্যে সিদ্ধার্থ সংসারি হয়ে উঠেছে। কিন্তু সব মানুষেরই সংসারের বাইরে নিজের জন্য কিছুটা সময় লাগে। এবার মিঠাইয়ের ছেলেদের গ্যাং বউদের ছেড়ে একান্তে সময় কাটানোর ছবি শেয়ার করলো সোশ্যাল মিডিয়ায়।

mithai (mithai siddharth)

অনেক সময় দেখা যায়, বছরের একটা বা দুটো দিন বেছে নেয়, শুধু নিজের বন্ধুদের সাথে কিংবা সব পুরুষরা একসাথে একটা সময় কাটানো, যেখানে থাকবেনা কোনো নারীর প্রাধান্য। এইরকম ভাবেই তারা চেষ্টা করে, নিত্যদিনের জীবন থেকে একটু শান্তির প্রয়াস। কারণ নিত্যদিনের জীবন যাত্রা সবার কাছেই একঘেয়ে লাগে। তাই একঘেয়েমি কাটাতেই এই পন্থা বেছে নেওয়া আরকি। 

সম্প্রতি সেই ছবিই ভাইরাল হয়েছে,  সেখানে দেখা যাচ্ছে, সমরেশ, রুদ্র, সিদ্ধেশর মোদক, রাজীব , রাতুল, সিদ্ধার্থ, স্যান্ডি একই ফ্রেমে বন্দী। নেই কোনো মহিলা। সবাই রয়েছেন অফক্রিনের সাজে। এটা দেখে বোঝায় যাচ্ছে, সিদ্ধার্থ তাঁর সহকর্মীদের সাথে কতটা ভালো বন্ধু হয়ে উঠেছেন।

আরও পড়ুনঃ TRP সিরিয়ালের ভাগ্য নির্ধারক! কিন্তু টিআরপি আসলে কিভাবে গণনা হয় জানেন? দেখে নিন

সিদ্ধার্থের সোশ্যাল অ্যাকাউন্ট থেকেই পোস্ট হয়েছে এই ছবি। এই  ছবি দেখে অনুরাগীরা তো বেশ খুশি। অনুরাগীরা অনেকেই বলছেন, ‘তিন প্রজন্ম আবার একসাথে। বেশ ভালো সম্পর্ক রয়েছে সবার। দেখে খুব খুশি। আর একজন লিখেছেন, ‘দারুন টিম মিঠাই সুখে দুখে মিষ্টি মুখে এগিয়ে যাও সকলকে শুভেচ্ছা জানাই।

এক অনুরাগী তো এই টিমের মধ্যে আরও দুজনকে মিস করছেন, তাই সে লিখেছেন, ‘সব্বাইকে ভীষণ ভালো লাগছে একসাথে দেখে , তবে তোমাদের সাথে কাকাই আর  সোমদা থাকলে চিত্রটা আমার কাছে সম্পূর্ন হতো! যাই হোক সব্বাই খুব ভালো থেকো!’

× close ad