বাস্তবেই আদৃতকে ভালোবাসেন! অবশেষে সব গুঞ্জন বন্ধ করতে খোলাখুলি জবাব অভিনেত্রী সৌমিতৃষার

বেশ কিছুদিন যাবৎ মিঠাই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এক চাপা গুঞ্জন সৃষ্টি হয়েছে। মিঠাই খ্যাত অভিনেতা সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায় (Adrit Roy), অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha

Desk

mithai actress soumitrisha kundu openup about her relation with adrit roy

বেশ কিছুদিন যাবৎ মিঠাই অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এক চাপা গুঞ্জন সৃষ্টি হয়েছে। মিঠাই খ্যাত অভিনেতা সিদ্ধার্থ অর্থাৎ আদৃত রায় (Adrit Roy), অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu) ও অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) মধ্যে বেশ কিছুদিন যাবৎ ম্যান অভিমানের পালা চলছে। বেড়েছে তাদের দূরত্বও। একথা সত্যিই যে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে বিশেষত অভিনেত্রী কৌশাম্বি ও অভিনেত্রী সৌমিতৃষার মাঝে।

তবে দর্শকের মাঝে জোর গুঞ্জন ছড়িয়েছিলো যে অভিনেতা আদৃত ও অভিনেত্রী কৌশাম্বী নাকি প্রেম করছেন আর সেই কারণেই তাদের মাঝে এমন দূরত্বের সৃষ্টি। তবে বারংবার যখন সোশ্যাল মিডিয়া আদৃত ও কৌশাম্বীর প্রেমের গুঞ্জনে সরগরম হয়ে উঠছিলো তখন এই বিষয় নিয়ে তারা খোলাখুলি কথা বলেছিলেন দর্শকের উদ্দেশ্যে। তারা কখনো স্পষ্ট নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া করতে ব্যারন করেছেন বারংবার।

 

View this post on Instagram

 

A post shared by Adrit Roy (@adritofficialc)

এই সব কিছুর মাঝে অবশেষে এবার অভিনেত্রী সৌমিতৃষা সরাসরি জানালেন তার ও আদ্রিতার মাঝে সম্পর্ক নিয়ে। গত কিছুদিন যাবৎ মিঠাই অভিনেত্রী সৌমিতৃষার দিকেও বাড়ে বাড়ে এই প্রশ্ন আসছিলো যে তাদের দূরত্বের কারণ কি কৌশাম্বী ? সৌমিতৃষা কি তবে আদ্রিতকে ভালোবাসেন ? তাই তাদের মাঝে মান-অভিমানের পালা চলছে।

এবার অভিনেত্রী স্পষ্টত জানিয়ে দিলেন যে হ্যাঁ, তাদের মধ্যে ঝামেলা চলছে। তবে সেই ঝামেলা কোনো ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে নয়। বরং কাজের সূত্রেই তাদের এই ঝামেলা। এমনকি অভিনেত্রী কৌশাম্বীর সাথেও সেই কারণেই সৌমিতৃষার ঝামেলা চলছিল। এছাড়া অভিনেত্রী আরও জানান যে, আদৃত এর সাথে তার কোনোদিন খুব ভালো সম্পর্ক ছিলোনা।

দর্শকই মিঠাই-সিদ্ধার্থকে একসাথে দেখতে চান সে পর্দাতেই হোক বা পর্দার বাইরে। তাই দর্শকের এমন ধারণা মাত্র। বাস্তবে আদৃত কার সাথে প্রেম করবেন বা কাকে পাত্তা দেবেন সেই নিয়ে অভিনেত্রী কোনো মাথা ব্যাথা নেই। এইসব নিয়ে অভিনেত্রী বিশেষ চিন্তা করতে চাননা। কৌশাম্বীর সাথে শুধু খাজের সূত্রেই মনোমালিন্য হয়েছিল তার আর কিছুই না।