সিডাই জুটির জনপ্রিয়তা সবার সেরা। সকলের মুখে মুখে ফেরে ‘মিঠাই’ (Mithai) ধারাবাহিক এবং এই জুটির নাম। প্রায় সকলের প্রিয় জুটির মধ্যে একটি এই জুটি। আর তাই দেখা যায়, মিঠাই-সিডের দুঃখে দর্শকরা দুঃখিত, তাদের আনন্দে আনন্দিত। মিঠাই সিড যেন তাদের ঘরের লোক। কখনোই তারা আলাদা ভাবতে পারেনা নিজেদের থেকে। মিঠাই চরিত্র ধারাবাহিকে ফেরাতে উতলা হয়ে পড়েছিলেন দর্শক।
যখন মিঠাই মারা যায়, তখন সকল দর্শকই হাহাকার ফেলে দিয়েছিল, অনেকেই ভেবে নিয়েছিল, এবার হয়ত শেষ হয়ে যাবে মিঠাই। কিন্তু তা হয়নি। মিঠাই এর বদলে এসেছে মিঠি। এই মিঠি কিন্তু অন্য কোনো মেয়ে নয়, সৌমিতৃষারই আর এক চরিত্র মিঠি। তাও দর্শক সেই মিঠাইকেই চেয়েছেন বারংবার। মিঠাই এর সাজ-পোশাক, আর দুস্টুমিষ্টি স্বভাব সবকিছুই তাদের পছন্দ।
তবে প্রথমদিকে ধারাবাহিকের টিআরপি বেশ ভালো হলেও, বর্তমানে টিআরপি খুব ভালো নয়। কিন্তু টিআরপি নিচের দিকে হলেও জনপ্রিয়তা কিন্তু এখনো একই রয়ে গেছে। দর্শকদের সেই উন্মাদনা, সেই ভালোবাসা এখনও এক। আর সেই কারণেই মিঠাই-সিডের মাথায় উঠল নয়া পালক। যা দেখে খুব খুশি অনুরাগীরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পেজ “ইন্ডিয়ান টিভি কাপল” সেখানে দুটি ছবি পোস্ট করা হয়।
একটাতে দেখা যাচ্ছে, এই বছরের (২০২৩) সেরা ১০০ জুটির মধ্যে মিঠাই-সিড জায়গা করে নিয়েছে ৩৬ -এ। আর একটা পোস্টে দেখা যাচ্ছে, “টপ ২০ মহিলা ক্যারেকটারস ২০২২” – এ সমস্ত হিন্দি ধারাবাহিকের মধ্যে জায়গা করে নিয়েছে আমাদের মিঠাই। তার নাম রয়েছে ২০ নম্বরে। এই খবরে বেশ খুশি অনুরাগীরা। এই খবর সত্যিই মিঠাই এর বড়ো প্রাপ্তি।
এই মিঠাই ধারাবাহিক সত্যিই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে। ধারাবাহিকের রিমেক হয়েছে বহু ভাষায়। শুধু বাংলাতেই থেমে থাকেনি। তামিল ভাষায় রিমেক হয়েছে, রিমেক হয়েছে হিন্দি ভাষায়, রিমেক হয়েছে ওড়িয়া ভাষায়। এতগুলো মানুষের ভালোবাসা রয়েছে মিঠাই এর জীবনে। যা অনান্য ধারাবাহিকে সচরাচর দেখা যায়না। নিত্যনতুন ধারাবাহিকের ভিড়ে আজও সকলের সেরা মিঠাই-সিড।