প্রাক্তন প্রেমিক হাজির হতেই ‘মিঠাই’ বেশে ‘মিঠি’! ধারাবাহিকের নতুন প্রোমো ঘিরে উত্তাল নেটপাড়া

বাংলা ধারাবাহিক চ্যানেলের জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক ৫২ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। বুঝতেই পারছেন কতটা জনপ্রিয়তা এই

Saranna

mithai new twist coming on serial

বাংলা ধারাবাহিক চ্যানেলের জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক ৫২ সপ্তাহ ধরে টিআরপি তালিকায় প্রথম স্থান অধিকার করেছে। বুঝতেই পারছেন কতটা জনপ্রিয়তা এই ধারাবাহিকের। এতটাই জনপ্রিয় যে, মানুষ ধারাবাহিক না দেখলেও মিঠাই ধারাবাহিকের চরিত্র দের চেনেনা এমন মানুষ খুব কম আছে। কারণ ধারাবাহিক টি শুধু নয়, ধারাবাহিকের সমস্ত চরিত্র দর্শকদের কাছে বেশ জনপ্রিয়।

ধারাবাহিকে দেখা গেছে মিঠাই এর মৃত্যু হয়েছে। কিন্তু ছেলে শাক্য এতটাই দুষ্টু, তাকে সামলাতে সকলেই অস্থির। তাই তাকে সামলাতে আনা হয়, নতুন টিচার। যাকে দেখতে পুরোপুরি মিঠাই এর মত দেখতে। তার নাম মিঠি। সে আদব কায়দাতে কিন্তু পুরোটাই মিঠাই এর থেকে আলাদা। সে একজন মডার্ন, আধুনিক মেয়ে।

mithai serial new twist mithi dressed like mithai

তবে এই মিঠির সঙ্গে শাক্যর বেশ ভাব হয়েছে। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। তবে মিঠির ব্যবহার দেখে সিদ্ধার্থের কিন্তু মনে পড়ে যায় মিঠাই কে। মিঠাই কে সে কোনোদিনই কোনোভাবেই ভুলতে পারবে না। সম্প্রতি দেখা গেছে মোদক বাড়ির হল্লা পার্টি , শাক্য, সিড এবং মিঠি সকলে মিলে একটি রেস্তোরাঁ তে খেতে গিয়েছেন।

আর সেখানেই উপস্থিত হন, মিঠির প্রাক্তন প্রেমিক প্রান্তিক এবং তার বান্ধবী। মিঠি কে দেখে সে অবাক হয়ে যায়। এরপরই তার মনে প্রশ্ন জাগে মিঠি কাদের সাথে এসেছে। মিঠি এখানে কী করছে। কলকাতায় কী কাজ করছে। এ হেন প্রশ্নের উত্তর পেতে বান্ধবী কে বাইরে পাঠিয়ে মিঠির সাথে কথা বলতে আসে, প্রান্তিক বলে, চলো আমার আমার বাড়ি চলো, সেখানে বসে ঠান্ডা মাথায় কথা হবে।

তুমি এখনও আমার উপর রেগে। এরপরই মিঠি জবাব দেয়, কে আপনি? কী সব বলে চলেছেন? আমি আপনাকে চিনি না। এরপরই মিঠি সকলের সামনে তাকে থাপ্পড় মারে, এবং বেড়িয়ে যেতে বলে। এ হেন প্রোমো দেখে, মিঠাই অনুরাগীরা বলছেন, ‘একদম ঠিক কাজ করেছে’। অন্যদিকে সম্প্রতি, মিঠাইয়ের আরেকটি নতুন প্রোমো অন এয়ার হয়েছে যেখানে সিদ্ধার্থর পাশে মিঠিকে মিঠাইয়ের সাজে দেখা গেছে। এবার গল্পের মোর কোন দিকে ঘুরবে তা সময়ের সাথেই বোঝা যাবে।

× close ad