দারুণ সুখবর! ‘মিঠাই’ অভিনেতা এবার নতুন রূপে ফিরছেন ‘ফুলকি’তে! উচ্ছসিত দর্শকেরা

Phulki Serial : জি বাংলার (Zee Bangla) অন্যতম টিআরপি টপার ধারাবাহিক হল ‘ফুলকি’। ধারাবাহিকটি কয়েক মাস হল শুরু হয়েছে, এরই মধ্যে টিআরপি তালিকায় বেশ ভালো

Saranna

mithai serial this actor coming on phulki serial soon

Phulki Serial : জি বাংলার (Zee Bangla) অন্যতম টিআরপি টপার ধারাবাহিক হল ‘ফুলকি’। ধারাবাহিকটি কয়েক মাস হল শুরু হয়েছে, এরই মধ্যে টিআরপি তালিকায় বেশ ভালো মতো জায়গা করে নিয়েছে। বর্তমানে তো তৃতীয় স্থান অধিকার করে নিয়েছে ধারাবাহিকটি। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন, দিব্যানী মন্ডল এবং অভিষেক বসু। এবার নাকি এই ধারাবাহিকে প্রবেশ করছেন মিঠাই ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা।

মিঠাই ধারাবাহিক যিনি পরিচালনা করেছিলেন, সেই পরিচালক রয়েছেন ফুলকির দায়িত্বে। আবার মিঠাই ধারাবাহিকের দিদিয়া অর্থাৎ অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীও রয়েছেন এখানে। এবার এখানে প্রবেশ করতে চলেছেন মিঠাই ধারাবাহিকের হার্টথ্রব হিরো রুদ্র। যে রুদ্র দাকে দেখে সকল মেয়েরাই তাঁর প্রেমে পড়ে যায়, সেই মানুষটাই ফিরছেন।

phulki serial rohit and phulki in mahalaya going to play shiv and laxmi

সেই মানুষটা হলেন ফাহিম মির্জা (Fahim Mirza)। যিনি বর্তমানে অভিনয় করছেন জি বাংলার ইচ্ছে পুতুল ধারাবাহিকের রূপ চরিত্রে। মিঠাই ধারাবাহিকের রুদ্র দার চরিত্রে যে ফাহিমকে দেখে মেয়েরা ক্রাশ খেত , সেই মানুষটাকে যখন সকলে ইচ্ছে পুতুল ধারাবাহিকে দেখল , তখন সকলেই তাঁকে তীরস্কার করেছে। তাঁর কুৎসিত রূপ দেখে সকলেই ছি ছি করেছে। বর্তমানে ধারাবাহিকে রূপের পার্ট ধারাবাহিকে কিছুটা কমেছে, এখন রূপ গিনির এপিসোড দেখানো হচ্ছে না।

এখন মেঘ-নীলের মিলনের এপিসোড হবে। আর তাই ফাহিমকে দেখা যাবে ফুলকিতে। তাঁর চরিত্র কেমন হতে চলেছে? নেগেটিভ নাকি পজিটিভ? সেটাও এখনো জানা যায়নি। শুধু জানা যাচ্ছে, যে তিনি আসছেন ফুলকিতে। দেখা যাক কী রূপে ধারাবাহিকে আসেন। তবে কানাঘুষো শোনা যাচ্ছে, তিনি নাকি জুটি বাঁধবেন কৌশাম্বীর সাথে।

netizen love to see actor's fahim miraz's roopankar character in icche putul serial

উল্লেখ্য, অভিনয় জীবনের শুরুতে ফাহিম মডেলিং, ফটোশুট, অ্যাড শুট এইসব কাজ করতেন। তারপর তাঁর কাছে সুযোগ আসে ‘রাশি’ ধারাবাহিকে ডাঃ জেসির চরিত্র। তারপর থেকেই শুরু হয় অভিনয় যাত্রা। এরপর একে একে করেন, ‘রাইকিশোরী’, ‘প্রেমের কাহিনী’, ’মনসা’, ‘জলনূপুর’, ‘মিঠাই’, ‘কড়িখেলা’, ‘নেতাজি’, ‘ভুতু’, ‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘এখানে আকাশ নীল ” সহ প্রভৃতি ধারাবাহিকে।

× close ad