সকল মানুষের কাছে জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র সকলের কাছে বেশ পছন্দের। ধারাবাহিক নির্মাতারাও খুব সুন্দর করে বেশ দক্ষ কলাকুশলীদের এই ধারাবাহিকে নিয়ে এসেছেন। যারা মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এই জনপ্রিয় দক্ষ অভিনেতাদের যে শুধু মাত্র অভিনয় দক্ষতা আছে, এমনটা কিন্তু নয়, তাঁরা অভিনয়ের বাইরেও অনেক কিছু করেন।
এই যেমন সিড অর্থাৎ অভিনেতা আদৃত রায় বাস্তব জীবনে কিন্তু বেশ ভালো গায়ক। তাঁর সুন্দর কন্ঠস্বর। অনেক স্টেজ শো করেছে। অন্যদিকে পর্দায় তাঁর ছেলে শাক্য অর্থাৎ অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তীও (Dhritishman Chakraborty) কিন্তু নামকরা গায়ক। বয়স ছোটো হলে কি হবে সে এত সুন্দর গান গায়। যা দেখে দর্শকদের মন জুড়িয়ে যায়। আর সেই গানের ঝলক তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখা যায়।
সম্প্রতি দেখা গেল ‘মিঠাই’ ধারাবাহিকের টাইটেল সং ‘নয়নে নয়নে রাখি তোমারে/ দিশার আলো তুমি আমার’ গেয়ে সকলের মন জয় করে নিলেন এই পাঁচ বছরের ক্ষুদে ধৃতিষ্মান চক্রবর্তী। এই গানের মূল গায়িকা চন্দ্রিকা ভট্টাচার্য। কিন্তু এই পর্দার শাক্যর গলায় টাইটেল সং শুনে আবেগে ভাসছে সকলে। উপচে পড়ছে সুন্দর সুন্দর মন্তব্য।
এক অনুরাগী লিখেছেন, ‘এবারে ষোলোকলা পূর্ণ হলো… অসম্ভব ভালো লাগছে ওর গলায় গান টা শুনে! এই গান টা একটা আলাদা ইমোশান আমাদের জন্য!’ আর এক অনুরাগী লিখেছেন, ‘যোগ্য মা , বাবার যোগ্য সন্তান। গোপাল ওকে দিয়ে গাইয়ে নিয়েছেন। একদিন হয়তো সিরিয়ালের কোনো এক এপিসোডে দেখা যাবে মিঠাই , সিদ্ধার্থ, শাক্য তিনজনে একসাথে গানটা গাইছে’।
সত্যিই তাই যোগ্য মা, বাবার যোগ্য সন্তানই বটে। এই ক্ষুদে বাস্তবে মাত্র ৫ বছর বয়সেই ৫টি ভাষায় গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে। আর এই খবর স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করে শেয়ার করেছিলেন। আর তাই তিনি এই খুদে কে ‘রাষ্ট্রীয় বাল পুরস্কার’ (Rashtriya Bal Puraskar) দেওয়ার কথা বলেন।
শুধু তাই নয়, ৫ বছর বয়সে পাঁচটি ভাষায় (অহমিয়া, সংস্কৃত, বাংলা, হিন্দি এবং ইংরাজি) সাবলীলভাবে গান গেয়েছেন, তাই তাঁর নাম ২০২১-এ ইন্ডিয়া বুক অফ রেকর্ডস এ রয়েছে।