শেষ হচ্ছেনা ‘মিঠাই’, আসছে নতুন অতিথি! সিড-মিঠাইয়ের কোলে ছোট্ট একরত্তির ছবি দেখে উচ্ছসিত দর্শক

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক শুরু থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মিঠাই ধারাবাহিকের অগুন্তি ফ্যান ফলোয়ার। আর তার প্রভাব টিআরপিতেও দেখা মেলে।

Saranna

mithai siddhartha holding a child viral photo on social media

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai)। এই ধারাবাহিক শুরু থেকেই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। মিঠাই ধারাবাহিকের অগুন্তি ফ্যান ফলোয়ার। আর তার প্রভাব টিআরপিতেও দেখা মেলে। টিআরপি তালিকাতেও সবার প্রথমে থাকতে দেখা যায়, মাঝখানে তার স্থান দখল করে নিয়েছিল গাঁটছড়া। কিন্তু তারপর দেখা যায় টানা ৫২ সপ্তাহ ধরে মিঠাই তার জায়গায় অবিচল।

কিন্তু বর্তমানে টিআরপি প্রকাশ পেতেই দেখা যায়, মিঠাই চলে গেছে, একেবারে পঞ্চমে। আর তার জায়গা দখল করে নিয়েছে ধূলোকণা ধারাবাহিক। এতেই চিন্তিত হয়ে পড়েছেন, মিঠাই নির্মাতা থেকে কলাকুশলীরা। এমনকি চিন্তিত মিঠাই অনুগামীরাও। আর এর মানেই সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়, মিঠাই আর সিডের কোলে ছোটো একটা বাচ্ছা। এটা দেখেই দর্শকদের মনে প্রশ্ন জাগছে, হঠাৎ বাচ্চা কেন?

mithai siddharth

অনেক আগেই যখন মিঠাই মৃত্যু শয্যায় তখনও গুঞ্জন উঠেছিল, মিঠাই আর সিদ্ধার্থর কোল আলো করে আসবে, তাদের মেয়ে, ধারাবাহিক লিপ নেবে। সেটা গুঞ্জনই থেকে গিয়েছিল। দর্শকদের আশা পূরণ হয়নি। আসলে দর্শকরা চান মিঠাই আর সিদ্ধার্থের সন্তান দেখানো হোক। আর তাই এই ছবি দেখে সবাই চমকে গিয়েছেন। তাহলে কি সেই আশা পূরণ হতে চলেছে?

আসলে তা নয়, মিঠাই আর সিডের রয়েছে অনেক ফ্যান ফলোয়ার। তাই তাদের সাথে ভক্তরা দেখা করতে আসে প্রতিনিয়ত। তাদেরই কারোর বাচ্চা এটা। এই ছবির কমেন্টে একজন লিখেছেন, ‘কী কিউট! এই বাচ্চাটাই কি এদের বাচ্চা হয়ে আসবে নাকি! আমি চাইছিলাম এরকমই কিছু একটা হোক।’ দেখা যাক, কবে সত্যি সত্যিই মিঠাই আর সিডের জীবনে এরকম কেউ আসে।


উল্লেখ্য, পূজোর পরেই শেষ হয়ে যাচ্ছে মিঠাই ধারাবাহিক। এই গুঞ্জন প্রসঙ্গে ধারাবাহিকের পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস (Rajendra Prasad Das) বলেন, ‘আমার কানেও এসেছে এই গুঞ্জন। তবে আমার কাছে কোনো খবর নেই। এর আগেও যখন টিআরপি ডাউন হয়েছিল তখনও এরকমই কথা শোনা গিয়েছিল, তবে পূজোর পর যে মিঠাই ধারাবাহিক বন্ধ হবে, তেমন কোনো খবর নেই’।

মিঠাইতে সম্প্রতি এক অভিনব ব্যবসা পদ্ধতি দেখানো হয়েছে। বাংলা ধারাবাহিকে এমন অভিনব ভাবনা এই প্রথম। তাই তো মিঠাই সকলের থেকে আলাদা। ৫৪ সপ্তাহ ধরে নিজের সেরার শিরোপা বজায় রাখতে পেরেছে। মোদক পরিবার বর্তমানে কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আর সেই সবটা খুব নিখুঁত ভাবে গল্প, পরিস্থিতি, আর কলাকুশলীদের অসাধারণ অভিনয়ে ফুটে উঠেছে পর্দায়।