বিগত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল শেষ হতে চলেছে নিম ফুলের মধু (Neem Phooler Madhu)। যদিও প্রথম দিকে এসব গুজবে কান দিতে মানা করেন তারকারা। পরবর্তীতে নতুন মেগার প্রোমো রিলিজ হতে অনেকেই চিন্তায় পড়েছিলেন। এবার হয়তো সত্যিই বন্ধ হতে পারে ধারাবাহিকটি। আর এবার হলও তাই, বন্ধ হচ্ছে সৃজন পর্ণার কাহিনী। কবে শেষ শুটিং ও সম্প্রচার?
শেষ হচ্ছে নিম ফুলের মধু
সেই ২০২২ সালে শুরু হয়েছিল নিম ফুলের মধু। আর পাঁচটা মেগা যেখানে কয়েকমাস চলার প্রিয় টিআরপি এর অভাবে ঝাঁপি বন্ধ করছে সেখানে দু বছরেরও বেশি সময় ধরে চলেছে এই ধারাবাহিকটি। এমনকি টিআরপি তালিকাতেও সেরা পাঁচের মধ্যেই থাকে সৃজন-পর্ণার কাহিনী। তবে এবার নতুনের আগমে বিদায়ের পালা।
ইতিমধ্যেই নাকি শেষ শুটিংও হয়ে গিয়েছে। গতকাল অর্থাৎ ২২ শে ফেব্রুয়ারিই নাকি শেষ শুটিং হয়ে গিয়েছে। আশা করা হচ্ছে মার্চ মাসের প্রথম অর্ধের মধ্যেই হতে পারে অন্তিম সম্প্রচার। স্বাভাবিকভাবেই দর্শকদের মন খারাপ হয়েছে এই খবর শোনার পর।
নতুন প্রজেক্টে আসছে সৃজন অভিনেতা রুবেল দাস
সৃজন-পর্ণার কাহিনী শেষ হলেও দর্শকদের জন্য রয়েছে আরেকটি সুখবর। হ্যাঁ ঠিকই দেখছেন! কারণ এক মেগা শেষ হলেও আরও একটি ধারাবাহিকে ফিরতে দেখা যাবে তাকে। ইতিমধ্যেই নতুন সিরিয়ালের প্রোমো শুটও নাকি সম্পন্ন হয়ে গিয়েছে। এবার নিশ্চই ভাবছেন কোন মেগায় দেখা যাবে রুবেলকে? আর তার বিপরীতেই বা কে হবে নায়িকা?
যেমনটা জানা যাচ্ছে, সৃজিত রায়ের নতুন সিরিয়ালে দেখা যাবে অভিনেতাকে। নতুন মেগায় রুবেলের সাথে জুটি বাঁধবেন ‘গৌরী এলো’ ধারাবাহিকের নায়িকা মোহনা মাইতি। দুজনেই নিজস্ব মেগার দুর্দান্ত অভিযের জেরে দর্শকদের মন জিতেছেন। এখন তাদের জুটি কতটা জনপ্রিয় হয় সেটাই দেখার বিষয়।