‘বড়পর্দার জন্য নষ্ট জীবনের ৪ টে বছর’! আক্ষেপের সুরে বললেন ‘বাবুউউউ’ অভিনেতা রুবেল

যেকোনো অভিনেতা-অভিনেত্রীই চান ছোটো পর্দা থেকে বড় পর্দায় যেতে। বিশেষত বাংলা সিরিয়ালের (Bengali Serial) তারকারা। এই যাত্রায় সকলেই উদগ্রীব হয়ে থাকেন সুযোগের অপেক্ষায়। কিন্তু এমন

Saranna

neem phooler madhu serial actor rubel das openup about why he not intrested for big screen

যেকোনো অভিনেতা-অভিনেত্রীই চান ছোটো পর্দা থেকে বড় পর্দায় যেতে। বিশেষত বাংলা সিরিয়ালের (Bengali Serial) তারকারা। এই যাত্রায় সকলেই উদগ্রীব হয়ে থাকেন সুযোগের অপেক্ষায়। কিন্তু এমন অনেক অভিনেতা আছে, যারা বড় পর্দায় নয়, ছোটো পর্দাতেই খোঁজে সুখের স্বাচ্ছন্দ্য। বড় পর্দা থেকেও অনেকে ছোটো পর্দায় চলে আসেন। এই তালিকায় রয়েছেন টলিপাড়ার এক জনপ্রিয় অভিনেতা রুবেল দাস (Rubel Das)। যিনি বড় পর্দা নিয়ে বিশেষ ভাবেননা, ছোটপর্দা তার কাছে সব।

রুবেল দাস (Rubel Das)-কে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Phooler Madhu)তে সৃজনের চরিত্রে। এই ধারাবাহিকে অভিনেতা জুটি বেঁধেছেন পল্লবী শর্মার সাথে। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। অভিনেতার শুরুটা কিন্তু ছোটো পর্দা দিয়ে হয়নি, বড় পর্দা দিয়েই শুরু হয়েছিল অভিনয় যাত্রা। কিন্তু তা সত্ত্বেও তিনি বড় পর্দায় কাজ করার থেকে ছোটো পর্দাতেই ভালোবাসেন কাজ করতে।

rubel openup about the news of his leaving roumour from neem phooler madhu serial

কারণটা কী? নিজের মুখেই সেকথা স্বীকার করলেন। ছোটো থেকেই নাচ করতেন, এটা ছিল স্বপ্ন। নাচ নিয়েই এগিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। বাবা চলে যাওয়ার পর, ডান্স অ্যাকাডেমি খোলেন অভিনেতা রুবেল দাস (Rubel Das)। ডান্স বাংলা ডান্সে চ্যাম্পিয়ন হন। সেখান থেকেই সুযোগ আসে প্রথম ছবি ‘বেপরোয়া’-র জন্য। কিন্তু প্রথম ছবিই তাঁর জীবনের অনেকটা সময় নষ্ট করে দিয়েছিল। অভিনেতার কথায়, ‘যে কনট্রাক্টে ছিলাম সেটা আমার জন্য ঠিক ছিল না।

পরে বুঝেছি। অনেক কমিটমেন্ট করা হয়েছিল। বছরে দুটো ছবি মিলিয়ে মোট ১০ টা ছবির কন্ট্রাক্ট ছিল যেটা পরে হয়নি। এই সময় অনেক ছবির অফার এসেছিল সেগুলো করতে পারিনি এই কন্ট্রাক্টে থাকার জন্য। ওই চারটে বছর আমার কাছে ক্রুশিয়াল ছিল। বাধ্য হয়ে কন্ট্রাক্ট থেকে জোর করে বেড়িয়ে আসি। তার জন্য সমস্যাও হয়েছিল পরে। এখন মনে হয় চার বছর নষ্ট করেছি।

neem phooler madhu actor rubel openup about why he not intrested for big screen

আরও পড়ুনঃ দুর্ঘটনার জেরে মুখ বদল? শারীরিক অবস্থা জানিয়ে মুখ খুললেন রুবেল

বড় পর্দার কথা ভাবিই না, আমি ছোটো পর্দাতেই খুশি’। আক্ষেপের শুরে জানান, রুবেল দাস (Rubel Das) এরপর থেকেই তিনি বড় পর্দার জন্য ভাবেন না। ছোটো পর্দাকেই আকড়ে ধরেছেন। কারণ ছোটো পর্দায় কাজ করলে দর্শকদের ঘরের ছেলে হওয়া যায়। এই ছোটো পর্দাই তাকে জনপ্রিয়তা দিয়েছে। এখান থেকে তিনি অনেক কিছু শিখেছেন। তাঁর কথায়, ‘যখন আমি বেশ বিভ্রান্ত তখন সিরিয়ালই আমায় পায়ের তলায় মাটি দিয়েছে’।

কন্ট্রাক্ট ছাড়ার পর ‘ভানুমতীর খেল’ দিয়ে আবার কেরিয়ার শুরু করেন। প্রসঙ্গত, অভিনয়ে শ্যুটিং করতে করতেই পায়ে আঘাত পান। বাড়িতে বসেই এখন শ্যুটিং করছেন। একদমই তাঁর ভালো লাগছেনা, কয়েকদিনের ছুটি চেয়েছিলেন, কিন্তু ছুটিটা যে এইভাবে আসবে ভাবেননি। ১২ অগস্ট পায়ের প্লাস্টার কাটা হবে, তার সাতদিন পর ফিরবেন শ্যুটিংয়ে।

× close ad