Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’। ধারাবাহিকের কাহিনীর জনপ্রিয়তার জন্য টিআরপি তালিকাতেও বেশ ভালোমতো জায়গা করে নিয়েছে। পর্ণা আর সৃজনের দূরত্ব এখন কিছুটা মিটেছে। দূরত্ব মিটলেও তাদের শত্রুরা তাদের কখনোই ভালো থাকতে দেবেনা। পর্ণা আর সৃজনের বর্তমান শত্রু ইশা। এবার ইশা নতুন করে চক্রান্ত করল।
যার জন্য পর্ণাকে জেলে যেতে হল। ধারাবাহিকের কাহিনী অনুযায়ী পর্ণা আর সৃজনকে আলাদা করতে ইশা উঠেপড়ে লেগেছিল। পর্ণার কাছের মানুষ সৃজনকে ওর জীবন থেকে সরাতে মোক্ষম চাল চালে। কিন্তু সেই মোক্ষম চাল সফল হয় না। বিয়ের পিঁড়িতে বসে সৃজন ইশাকে নয়, আবারও পর্ণাকে বিয়ে করে। কিন্তু ইশা তো ছেড়ে দেওয়ার পাত্রী নয়।
তাই সৃজনের উপর মিথ্যা অপবাদ দিয়ে সৃজনকে ফাঁসায়। পর্ণা এই বিপদ থেকে সৃজনকে উদ্ধার করে। ইশাকে বাড়ির সকলে ঝাঁটা, জুতো পেটা করে বাড়ি থেকে বের করে দেয়। এই অপমানের শাস্তি দিতে নতুন প্ল্যান করে ইশা। পর্ণা আর রুচিরার মধ্যে একটা লেখা নিয়ে বিবাদ চলছে। রুচিরা একটা লেখা লিখেছে, কিন্তু পর্ণা সেটাকে ছাপাতে দিতে চায়না।
পর্ণার এই আপত্তি মেনে নিতে পারেনি রুচিরা। তাই একটু বিতর্কের সৃষ্টি হয়। এই বিতর্ক টা শুনে নেয় মৌমিতা। মৌমিতা ফোন করে ইশাকে সব বলে। আর এটাকেই কাজে লাগিয়ে ইশা তার মোক্ষম চাল চেলেছে। সাম্প্রতিক প্রোমো তো সেটাই বলছে। প্রোমোতে দেখা যাচ্ছে, রুচিরা মিত্রকে খুনের দায়ে গ্রেফতার করা হয় সাংবাদিক আলোকপর্ণা দত্তকে।
পর্ণা কিন্তু এই খুন করেনি, সে নির্দোষ। তাকে এই চক্রান্ত থেকে কে বাঁচাবে? তাই পর্ণা সৃজনকে খোঁজে। সৃজন রেডি হয় পর্ণাকে বাঁচানোর জন্য। সৃজন কি পারবে পর্ণার মতো করে, পর্ণার মতো বুদ্ধি খাটিয়ে পর্ণাকে উদ্ধার করতে? আর সত্যি সত্যিই কি রুচিরা মারা গেছে? এর উত্তর জানতে দেখতে হবে নিম ফুলের মধু ধারাবাহিক।