মায়ের বদলা নিল মেয়ে, ঠাকুমাকে নাকে দঁড়ি দিয়ে ঘোরাল পুঁটি!

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে চলছে টানটান উত্তেজনা পর্ব। আমরা দেখেছিলাম সৃজন-পর্ণার জীবন দিয়ে এগিয়ে চলছিল

Saranna

neem phooler madhu serial punti taught her grandmother a lesson

Neem Phooler Madhu : জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ তে চলছে টানটান উত্তেজনা পর্ব। আমরা দেখেছিলাম সৃজন-পর্ণার জীবন দিয়ে এগিয়ে চলছিল গল্প। কেউ ভাবতে পারেনি, সৃজন-পর্ণার জীবনে আসবে নতুন অতিথি। কেউ ভাবতে পারেনি যে পর্ণা আর সৃজনের পর নতুন প্রজন্মের আবির্ভাব হবে। কিন্তু সেটা হল। দত্ত বাড়িতে এসেছে নতুন প্রজন্ম। 

বর্তমানে দেখা যাচ্ছে, অনেক ঝড়ঝাপটা বাঁধা বিপত্তি পেরিয়ে পর্ণা জন্ম দিয়েছে একটা ফুটফুটে কন্যা সন্তানের। এর জন্য বাবুর মায়ের রাগ। বাবুর মা চেয়েছিলেন ছেলের জন্ম হোক। কিন্তু না ছেলে হয়নি, হয়েছে মেয়ে। বাবুর মার রাগ হলেও, বাবুর রাগ হয়নি, বাবু মেনে নিয়েছে তার সন্তানকে। 

neem phooler madhu serial punti taught krishna a lesson

কৃষ্ণার পর্ণার প্রতি যা দুর্ব্যবহার করছে তা নিয়ে বেশ মন খারাপ পর্ণার। আর এর মাঝেই দেখা গেল ধারাবাহিক লিপ নিয়েছে। পর্ণার মেয়ের প্রথম স্কুলে যাওয়া, বড় হয়ে ওঠা। সবটা দর্শকরা দেখতে পাবেন। পর্ণার থেকে এক কাঠি উপরে সে। মেয়ের নাম হল পুঁটি। সে পর্ণার থেকে  আরও বেশি চঞ্চল হয়ে উঠেছে। প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গেছে সেই ঝলক। 

neem phooler madhu serial audience fun to see krishna and punti

আরও পড়ুনঃ খড়ি ভক্তদের জন্য সুখবর! নীলের সাথে জুটি বেঁধে নতুন রূপে ফিরছেন সোলাঙ্কি, প্রকাশ্যে ফার্স্ট লুক

পর্ণা তার মেয়েকে সারা বাড়ি তন্ন করে খুঁজছে। কিন্তু পুঁটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর তারপর দেখা গেল কৃষ্ণা একমনে ঠাকুরঘরে পুজো করছে, আর সেই পুজোর সময় ঠাকুরকে খেতে দেওয়া লাড্ডু খেয়ে নেয়। আর সেটা দেখে নেয় কৃষ্ণা। এবার একটা তুলকালাম কান্ড বাঁধবে। কি হয় তা দেখার জন্য আগামী এপিসোড গুলো দেখতে হবে। 

উল্লেখ্য, পর্ণার মেয়ের বড় বেলার চরিত্রে কে অভিনয় করবে? এটাই ছিল সবার প্রশ্ন। এবার সেই প্রশ্নের উত্তর মিলল। পর্ণার মেয়ের চরিত্রে অভিনয় করছেন  জনপ্রিয় শিশু শিল্পী মাহি সিং। যিনি এর আগে অভিনয় করেছেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ তে ছোটো গুগুলির চরিত্রে। এছাড়াও এর আগে অভিনয় করেছেন, জি বাংলার ‘ফিরকি’ ধারাবাহিকে।

× close ad