সমাজ যত আধুনিক হচ্ছে, ততই সমাজে ক্রাইম বেড়ে যাচ্ছে। এখন সব জায়গায় ক্রাইম ছড়িয়ে রয়েছে। পৃথিবীর প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা কোণে কোণে রয়েছে ক্রাইম। আর সেগুলোই গল্পের মাধ্যমে বাংলা ধারাবাহিকে (Bengali Serial) দেখানো হয়ে থাকে। কার বিপদ কখন যে ঘনিয়ে আসে তা কেউ বলতে পারেনা। এইরকমই একটা ঘটনা তুলে ধরা হয়েছে জি বাংলার (Zee Bangla) ‘নিম ফুলের মধু'(Neem Phooler Madhu)র পর্ণার জীবনে।
বেশ ঠিকঠাক চলছিল পর্ণার জীবন, হঠাৎ করেই তার জীবনে বিপদ ঘনিয়ে আসে। কি সেই বিপদ? ধারাবাহিক যারা দেখেন তারা জানেনই পর্ণার ভালো কেউ চায়না। আর তাই পর্ণা যখন একটু খ্যাতির মুখ দেখতে চাইছে তখন ইশা আর মৌমিতা তার খ্যাতিকে ধুলোয় মিশিয়ে দেয়। পর্ণার সুন্দর ছবিকে বাদ দিয়ে, ছবিকে বিকৃত করে দেওয়ালে টাঙিয়ে দেয়।
আর তার জেরে পর্ণাকে বিপদের মুখে পড়তে হয়। সৃজন তাকে ভুল বোঝে। বাড়ির সবার সামনে অপমান করে। সৃজন জানায়, পর্ণাকে ভালোবাসা তার ভুল হয়েছে। এমনকি তাকে বাড়ি থেকে বেড়িয়ে যেতেও বলে। এই সব কথা বলায় সৃজন পরে নিজের কাছে লজ্জিত হয়। সৃজনের বাবা সৃজনকে বোঝান , স্বামী হিসেবে পর্ণার পাশে দাঁড়ানো সৃজনের কর্তব্য।
আরও পড়ুনঃ নীলের মতই মেরুদন্ডহীন সৃজন! বারংবার পর্ণাকে অবিশ্বাস করায় ক্ষোভ প্রকাশ দর্শকদের
এরপর সৃজন আর পর্ণা আবার কাছাকাছি আসে। সৃজন পর্ণাকে বলে তোমার অসম্মান হোক আমি সেটা সহ্য করতে পারব না। তাই যে এই কাজটা করেছে সেটা খুঁজে বার করতে হবে। এরপর তারা বোঝে, তাদের বাড়িতে শত্রুর অভাব নেই, এই কাজটা তাদের বাড়ির কেউ করেছে। কিন্তু পর্ণা বলে তাদের পক্ষে এই কাজ করা সম্ভব নয়।
এটা পাকা মাথার কাজ। এরপর তারা বোঝে এটা ইশার কাজ। এবার সৃজন কাউকে কিছু না জানিয়ে ইশার বাড়ি চলে যায় প্রমাণ জোগাড় করতে। ইশা বাইরে বেরোতেই সৃজন তার ঘরে প্রবেশ করে, আর ল্যাপটপ থেকে সমস্ত প্রমাণ জোগাড় করে। সৃজন বেরোতে না বেরোতেই ইশা প্রবেশ করে ঘরে। তাহলে কি সৃজনের সব প্রমাণ ভেস্তে গেল ? কি হয় সেটাই এখন দেখার।