Neem Phooler Madhu : বর্তমানে বেশ জমজমাট হচ্ছে জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। আর জমজমাটের কারণেই তো টিআরপি তালিকাতেও বেশ ভালো ফলাফল করছে। একদিকে ধারাবাহিকের চমকপ্রদ কাহিনীর জন্য দর্শকরা খুশি, অন্যদিকে আবার টিআরপি দেখে নির্মাতারা বেশ খুশি। সব মিলিয়ে নিম ফুলের মধু এখন জমজমাট।
ধারাবাহিকের কাহিনীতে দেখা যাচ্ছে, সৃজন এবং পর্ণার এক বছরের বিবাহবার্ষিকী উদযাপন হল। সেই সময় তারা একে অপরের অনেকটাই কাছাকাছি এসেছিল। সবাই ভেবেছিলেন দূরত্ব কমে যাবে। আর ঠিক সেটাই হল। যদিও প্রথম দিকে দেখা গিয়েছিল, ফুলশয্যা মিটতেই সৃজনের মাথায় ঘুরছে ডিভোর্সের চিন্তা। সে পর্ণাকে জানায়, কাল ডিভোর্স আর আজ এত কাছাকাছি এসে সে খুবই ভুল করেছে।
এই কথা শুনে পর্ণারও মন ভেঙে যায়। সৃজনের মুখে যে এরকম কথা শুনবে সে ভাবতেই পারেনি। দুচোখ দিয়ে বেড়িয়ে আসে অশ্রুধারা। পরের দিন কোর্টে গিয়ে পর্ণা জানিয়ে দেয়, তার কোনো খোরপোষ লাগবে না। সে এমনি এমনিই সৃজনকে ডিভোর্স দিয়ে মুক্তি দেবে। এই কথা শুনে সকলেই অবাক। সকলেই চিন্তিত হয়ে পড়ে। সৃজন পুরানো দিনের কথা ভাবতে থাকে।
সৃজনের বাবা সৃজনকে বোঝায়। সৃজন কি সত্যিই ঠিক কাজ করছে, নাকি ভুল করছে, সে কিছুতেই ভেবে পায়না। শেষ মুহূর্তে সৃজন জানায়, তার সময় লাগবে। এই বলে শেষপর্যন্ত ডিভোর্স টা আর হল না। ডিভোর্স না হওয়ায় সৃজনের মা ক্ষুব্ধ হয়ে গেল পর্ণার প্রতি। কোর্টের বাইরে বেরোতেই পর্ণাকে সৃজনের মা বলে, ‘যে ছেলে কালকে রাত অবধি বলেছে এই মেয়েকে ডিভোর্স দিয়ে দেবে।
সে আজকে কেন ডিভোর্স পেপারে সইটা করতে অস্বীকার করল কেন বল?’ এরপরই দেখা যায় এই কথা বলেই পর্ণার গায়ে কৃষ্ণা হাত তুলতে যাচ্ছে। ঠিক তখনই সৃজন তার মায়ের হাতটা ধরে নেয় আর বলে একদম পর্ণার গায়ে হাত তুলবে না। সৃজনের এই প্রতিবাদ দেখে সকলেই অবাক। সকলেই প্রশংসা করছেন।