জি বাংলার (Zee Bangla) ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri) ধারাবাহিকে চলছে জমজমাটি পর্ব। একদিকে জগদ্ধাত্রী সংসারের সমস্ত খেয়াল রাখে, অন্যদিকে জ্যাস হয়ে সমাজের খেয়াল রাখে। মানে রূপে লক্ষী আর গুণে সরস্বতী। জগদ্ধাত্রীর জীবনে এখন টালবাহানা চলছে, একদিকে পরিবার অন্যদিকে আবার পরিবারের লোকই দুস্কৃতি কাকে শাস্তি দেবে? জগদ্ধাত্রী এই নিয়ে টালবাহানার মধ্যে আছে।
জগদ্ধাত্রীও তো মানুষ তার জীবনেও তো দরকার শান্তির। সারাদিন কত আর যুদ্ধ করবে। আর তাই জগদ্ধাত্রীর বিবাহবার্ষিকী নতুন ভাবে পালন করতে ভোলেননি কৌশিকী মুখার্জী। বরণের ডালা সাজিয়ে জগদ্ধাত্রীকে নতুন করে বরণ করে নিচ্ছে কৌশিকী। জগদ্ধাত্রী দেখে অবাক হয়ে যান। বড়দি তার জন্য এত কিছু আয়োজন করেছে।
জগদ্ধাত্রীকে গয়না দিয়ে সাজানোর জন্য বাড়ির সিকিউরিটি গার্ড লক্ষণদাকে হাতিয়ার করে জগদ্ধাত্রীর সমস্ত গয়না নিয়ে আসে। বাড়িতে হুলুস্থুল কান্ড হয়ে যায়। জগদ্ধাত্রীর গয়না চুরি হয়ে যাওয়া নিয়ে। সবাই লক্ষণদাকে জেরা করে, কিন্তু কোনো কিছু জানতে পারা যায়না। লুকিয়ে আনা এই গয়না দিয়ে জগদ্ধাত্রীকে সুন্দর ভাবে সাজায় কৌশিকী।
আরও পড়ুনঃ TRP তুলতে বড় সিদ্ধান্ত ধারাবাহিকে, অবাক করা খবরে ক্ষিপ্ত দর্শকেরা
সকলেই প্রশংসা করেছেন কৌশিকীর। একজন লিখেছেন, ‘কৌশিকীর মতো বড়দি থাকতে বৈদেহীর মতো খারাপ মা প্রয়োজন হয়না। স্বয়ম্ভু যেন আর বৈদেহীর পিছনে না ঘোরে’। কৌশিকীর এই আয়োজনটুকু শেষ নয়, কালবোসের বাড়িতে একটি ঘর চেয়ে সেই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে বলে। আর সেখানেই জগদ্ধাত্রীর বরণ হয়। সব মিলিয়ে বেশ খুশি ভাব জগদ্ধাত্রীর।
অন্যদিকে স্বয়ম্ভুরও হাত রয়েছে এর পিছনে। স্বয়ম্ভুও প্রস্তুত নতুন করে সম্পর্ক তৈরীতে। কেক কেটে অ্যানিভার্সারি উদযাপন করেন। তারপর মুখার্জী বাড়িতে কিছু খাবারও পাঠায় স্বয়ম্ভু। তা দেখে অবাক হয়ে যায় রাজনাথ মুখার্জী। এত খাবার কে পাঠিয়েছে? স্বয়ম্ভু ফোন করে জানায় আজ তাদের বিবাহবার্ষিকী তাই সামান্য আয়োজন টুকু সে পাঠিয়েছে। এটা দেখে বৈদেহীরা অবাক হয়ে যায়, কি করে এত সাহস হয় তার।