টেলিভিশনের পর্দায় প্রতিদিন বিকেলেই শুরু হয় সিরিয়ালের আসর। তবে পুরোনো গল্পের জনপ্রিয়তা কমলেই হাজির হয় নয়া মেগা। এবার জানা যাচ্ছে ষ্টার জলসায় চালু হতে চলেছে নতুন ধারাবাহিক ‘কম্পাস’। নায়ক ও নায়িকা কে? কবে থেকে শুরু? বিশদে রইল আজকের। প্রতিবেদনে।
ষ্টার জলসায় নয়া মেগা ‘কম্পাস’
যেমনটা জানা যাচ্ছে টেন্ট প্রযোজনার তরফ থেকে আসছে নতুন মেগা ‘কম্পাস’। এই সিরিয়ালের হাত ধরেই টেলি দুনিয়ায় হাতে খড়ি দেবেন অভিনেত্রী পর্ণা চক্রবর্তী। ভাবছেন নিম ফুলের মধু? না এই এটা আরও এক পর্ণা। তবে টেলিভিশনে প্রথম কাজ হলেও অতীতে মডেলিং ও মিউজিক ভিডিওতে কাজ করেছেন অভিনেত্রী।
কে হল নায়ক ও নায়িকা?
নায়িকা পর্ণা নবাগত হলেও নায়ক কিন্তু সকলের কাছেই বেশ পরিচিত। ‘তোমাদের রাণী’ সিরিয়ালের হাত যে ছোটপর্দায় যাত্রা শুরু করেন অভিনেতা অর্কপ্রভ রায়। নতুন ধারাবাহিকে তাকেই দেখা যাবে নায়কের চরিত্রে। নয়া জুটির অন স্ক্রিন কেমিস্ট্রি কেমন হবে সেটা দেখার জন্য অপেক্ষায় দর্শকেরা। তবে প্রশ্ন হল কবে থেকে শুরু হচ্ছে মেগা!
প্রকাশ্যে কম্পাসের প্রথম প্রোমো
ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে একটি টিজার বা ছোট্ট প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে। যেখানে কোঁকড়ানো বয়কাট চুলে দেখা যাচ্ছে নায়িকাকে। দেখে বোঝা যাচ্ছে, কোনো এক কলেজের গল্প হতে পারে, তবে ঠিক কেমন হবে কাহিনী সেটা এখনো অজানাই। আর সম্প্রচার শুরুর সম্পর্কেও কিছু জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে জুলাই মাসের শেষ থেকে বা আগামী মাসের শুরু থেকেই শুরু হবে কম্পাস সিরিয়ালটি।