বিগত কিছুমাস যাবৎ পেট্রোপণ্য ও এলপিজি গ্যাসের দাম (LPG Price) ক্রমশ ঊর্ধমুখী। রান্নার গ্যাস থেকে শুরু করে প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে চলায় সকলেই বেশ দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। মধ্যবিত্ত ও দরিদ্রদের চিন্তা ক্রমশ বেড়ে চলেছে। এরই মাঝে সরকার ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৬ ই জুন থেকেই বাড়তে চলেছে এলপিজির নতুন কানেকশনের দাম। এবার সরকারের তরফে নির্ধারণ করা হল নতুন গ্যাস সংযোজনের অতিরিক্ত কত টাকা দিতে হবে গ্রাহককে।
নতুন এলপিজি কানেকশনের দাম (New LPG Connection Price)
এই খবরে স্বভাবতই মধ্যবিত্ত ও দরিদ্র মানুষের মাথায় হাত পড়েছে। যেখানে রান্নার গ্যাস আজকাল ঘরে ঘরে প্রয়োজনীয় সেই গ্যাসের নতুন সংযোজনেও বাড়তে চলেছে দাম। সরকার ঘোষিত এলপিজি গ্যাসের নতুন কানেকশনের দাম (LPG Price) আগামী ১৬ ই জুন থেকে বেড়ে যথাক্রমে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য ৭৫০ টাকা বাড়তে চলেছে। ৫ কেজি এলপিজি সিলিন্ডারের জন্য ৩৫০ টাকা বাড়তে চলেছে।
শুধু নতুন কানেকশনের জন্য সিকিউরিটি ডিপোজিটই বাড়েনি বাড়ানো হচ্ছে গ্যাসের রেগুলেটরের দামও। ১৬ ই জুন থেকে রেগুলেটরের দাম ১০০ টাকা বৃদ্ধি পাবে। এই বর্ধিত দাম লঘু হওয়ার পর এবার থেকে কাউকে নতুন এলপিজি কানেকশন নিতে গেলে ২২০০ টাকা খরচ করতে হবে। যেখানে এর আগে ১৪৫০ টাকা খরচ করলেই এলপিজির নতুন কানেকশন হয়ে যেত।
নতুন কানেক্শনের সাথে সিকিউরিটি ডিপোজিট হিসাবে ৭৫০ টাকা নতুন বাড়ানো হল। এছাড়া রেগুলেটর নিতে লাগবে ২৫০ টাকা। পাশ বই বাবদ ২৫ টাকা দিতে হবে আর নতুন গ্যাস পাইপের জন্য ১৫০ টাকা দিতে লাগবে। অর্থাৎ সব মিলিয়ে প্রথমবার কেউ গ্যাস নিলে তাকে সর্বমোট ৩৬৯০ টাকা খরচ করতে হবে। আর একসাথে দুটো সিলিন্ডার নিতে চাইলে খরচ হবে ৪৪০০ টাকা। এবার থেকে উজ্জ্বলা যোজনার অন্তর্ভুক্ত গ্যাসের ক্ষেত্রেও ১০০ টাকা অতিরিক্ত বাড়ানো হয়েছে।