বাংলার সেরা ধারাবাহিক মিঠাই। এই ধারাবাহিক শুরুর থেকেই বেঙ্গল টপার তকমা পেয়ে বসে আছে, তাই তাঁকে হারাতে কেউ পারেনা, কারোর সাধ্যি নেই তাঁকে হারানোর। কিন্তু অনান্য চ্যানেল গুলো ধারাবাহিকে আনছেন নতুন টুইস্ট। যাতে মিঠাইকে হারিয়ে তারা পেতে পারে বেঙ্গল টপার তকমা। আর এই কাজ করতে ময়দানে নেমে পড়েছে ধূলোকণা ধারাবাহিক।
ইতিমধ্যেই আমরা ধূলোকণা (Dhulokona) তে দেখেছি গল্পে এসেছে নতুন চমক। গল্পের নায়ক লালন সমুদ্রে তলিয়ে যায়, তারপরে তাঁকে খুঁজে পাওয়া যায়। কিন্তু সে চেতনে নেই, অবচেতনে রয়েছে। লালন কোমায় চলে গেছে, তাই লালনের পরিবারকে দেখার ভার নিয়েছে ফুলঝুড়ি। ফুলঝুড়িরও কষ্টের শেষ নেই, কত বাঁধা বিপত্তি কাটিয়ে, নিজের ভালোবাসাকে সে ফিরে পেয়েছিল, কিন্তু সেই ভালোবাসাকে ধরে রাখতে পারেনি।
এর পিছনে ছিল চান্দ্রেয়ী এবং তার বান্ধবী শ্রীরূপা। শ্রীরূপা একজন নৃত্যশিল্পী হলেও এর আড়ালে তিনি মেয়েদের দিয়ে নোংরা ব্যবসা করেন। এবার তার ওই কাজে চান্দ্রেয়ীর মেয়ে চড়ুই কে টানছেন। এসব শুনে চান্দ্রেয়ী কি করবে ভেবে পাচ্ছেননা। নিজের কুকর্মের জেরেই তাঁর মেয়ে এমন বিপদের সম্মুখীন হয়েছে। একজন মা হয়ে মেয়ের বিপদ ডেকে এনেছেন।
চান্দ্রেয়ী তাঁর বান্ধবী শ্রীরূপার কাছে রিকোয়েস্ট করে, যেন তাঁর মেয়েকে সে ছেড়ে দেয়, কিন্তু শ্রীরূপা শোনেনা তাঁর কথা, সে টাকার লোভ দেখায়, এবং শ্রীরূপা বলে, চড়ুই কে যদি তাঁর হাতে ছেড়ে না দেয়, তাহলে শ্রীরূপা চান্দ্রেয়ীর সব কুকর্ম ফাঁস করে দেবে। নিজের অপরাধ লুকানোর জন্য, একজন মা কীভাবে পারেন, নিজের মেয়েকে এভাবে বিক্রি করে দিতে।
চড়ুই কোনোমতে পালিয়ে আসে শ্রীরূপার বাড়িতে। আর সেখানেই তাঁর সাথে আলাপ হয়, শ্রীরূপার ছেলের। শ্রীরূপার ছেলে শ্রীরূপার মত নন, সে একজন ভদ্র-সভ্য চরিত্রবান ছেলে। শ্রীরূপার ছেলের ভূমিকায় অভিনয় করছেন রাজা গোস্বামী। এবার হয়ত চড়ুই আর শ্রীরূপার ছেলের কেমিস্ট্রি দেখাবেন লীনা গঙ্গোপাধ্যায়। এমনটাই দর্শকের ধারণা।
প্রসঙ্গত, এর আগে খড়কুটো ধারাবাহিকের পটকা অর্থাৎ অভিনেতা অম্বরিশকে লালনের চিকিৎসকের ভূমিকায় দর্শক দেখতে পেয়েছেন। এবার রূপাঞ্জনও যোগ দিলো ধূলোকনা ধারাবাহিকে। খড়কুটোয় তাদের অভিনয় সকলকে আনন্দ প্রদান করেছিল। তবে খড়কুটো ধারাবাহিক শেষ হতেই এতো তাড়াতাড়ি এই দুই অভিনেতাকে নতুন ভাবে দেখে দর্শক বেশ খুশি হয়েছেন।