মনে পড়ে ২০১৪ সালের জনপ্রিয় একটি ধারাবাহিক ‘রাজযোটক’। এই ধারাবাহিকটি এক বছর নয়, বরং দু বছর ধরে চলেছিল। ধারাবাহিকটি সকলের বেশ মন জয় করে নিয়েছিল। এই ধারাবাহিকের বনি ও শেখর জুটি সকলকেই মুগ্ধ করে নিয়েছিল। ধারাবাহিকের মুখ্য চরিত্র বনির ভূমিকায় ছিলেন অভিনেত্রী মিশমি দাস (Mishmee Das) এবং অনামিকা চক্রবর্তী। আর শেখরের চরিত্রে ছিলেন অভিনেতা বিশ্বজিৎ ঘোষ (Biswajit Ghosh)।
বনি আর শেখরের এই জনপ্রিয় জুটি অর্থাৎ মিশমি এবং বিশ্বজিৎ এর জুটিটি এতটাই পছন্দ ছিল সকলের, তাই আবার তাদের ফিরিয়ে আনা হল ধারাবাহিকে। জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ (Khelna Bari) তে ফিরিয়ে আনা হল সেই জুটিকে। যা দেখে বেশ নস্টালজিক হচ্ছেন অনুরাগীরা।
সম্প্রতি প্রোমো তে দেখা গেছে, মিতুলের হাতে আসে ইন্দ্রের প্রথম স্ত্রী অন্তরার ছবি। মিতুল ইন্দ্রকে জানায়, এভাবে লুকিয়ে রেখেছে কেন ছবিটা। এরপর ইন্দ্র জানান, ‘আমার অতীত ভালো ছিল না মিতুল। সেই অতীত ভুলতে চায় আমি। আপনাকে নিয়ে নতুন জীবন শুরু করতে চায়’। এরপরই দেখা যায়, তার প্রথম স্ত্রী অন্তরা ফিরে এসেছে। আর সম্ভবত এই চরিত্র খল চরিত্র। মিতুলকে শায়েস্তা করতে যে তিনি ফিরে এসেছেন তা বলায় যায়।
আর এই খল চরিত্রে দেখা মিলেছে এই মিশমির। এর আগে তাদের ‘রাজযোটক’ এ দেখা গিয়েছিল, আবার এই ধারাবাহিকে দেখা মিলছে, যা দেখে খুশি সকলে। এর আগে অভিনেত্রীকে দেখা গিয়েছিল, ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকের তিনি চরিত্রে। দর্শকদের পাশাপাশি অভিনেত্রীও বেশ খুশি।
তিনি তাই বলছেন, ‘জীবনের প্রথম নায়ক, বেশ উত্তেজিত লাগছে’। অভিনেত্রীর শুরু হয়েছিল লিড রোল দিয়ে, কিন্তু এখন খল চরিত্রে দেখা মিলছে। এ প্রসঙ্গে তিনি জানান, ‘মুখ্য চরিত্রে অভিনয় করলে প্রায় ২২-২৩ ঘণ্টা কাজ করতে হয়, তাই কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু এখন পরিচালক আমায় দেখলেই নেতিবাচক চরিত্র দেয়, এটাই আফসোস’।