‘রুদ্র’ বধেই আবার টপার! রইল ‘ফুলকি’র ধামাকা পর্বের ঝলক

Phulki : বাংলা বিনোদন (Bengali Serial) জগতে ধারাবাহিক বিশেষ জায়গা করে নিয়েছে দর্শক মনে। নির্দিষ্ট সময়ে প্রিয় সিরিয়ালটি টিভির পর্দায় দেখতে মিস করেননা সিরিয়াল প্রেমীরা।

Nandini

phulki serial new promo on air

Phulki : বাংলা বিনোদন (Bengali Serial) জগতে ধারাবাহিক বিশেষ জায়গা করে নিয়েছে দর্শক মনে। নির্দিষ্ট সময়ে প্রিয় সিরিয়ালটি টিভির পর্দায় দেখতে মিস করেননা সিরিয়াল প্রেমীরা। বর্তমান জনপ্রিয় সিরিয়াল গুলির মধ্যে অন্যতম হল ‘ফুলকি'(Phulki)। শুরু থেকে এই ধারাবাহিক দর্শকদের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। একের পর এক ধামাকা দর্শককে এই সিরিয়ালের প্রতি আকৃষ্ট করেছে বারংবার।

যার ফলাফল প্রতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ পেলেই চোখে পড়ে। ধারাবাহিকের সাম্প্রতিক গল্প অনুযায়ী, রুদ্ররূপের মুখোশ খুলে গেছে রায়চৌধুরী বাড়ির প্রায় প্রতি সদস্যের কাছে। তার এতদিনের কার্যকলাপ ধীরে ধীরে সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে। তবে তার মত শয়তান মস্তিস্ককে মাত দেওয়া এতটাও সহজ নয়।

phulki rudra

তাই রুদ্রর কীর্তিকলাপ ফাঁস হওয়ার পর তাকে ফুলকিরা নিজেদের মত করে শাস্তি দিতে চাইলে, রুদ্র তাদের হাত থেকে পালিয়ে যায়। আর পুরো রায়চৌধুরী বাড়ির জন্য রুদ্র এখন মূর্তিমান মৃত্যুতে পরিণত হয়েছে। সম্প্রতি সে ফুলকি সহ প্রায় গোটা পরিবারকে একসাথে পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল। তবে ভাগ্যক্রমে তারা বেঁচে যায়।

আরও পড়ুনঃ ‘রুক্মিণীর ছবি আমি দেখিনি……’ বিনোদিনী বিতর্কে স্পষ্ট জবাব অভিনেত্রী ‘শুভশ্রী’র

যদিও রুদ্র তাদের মৃত্যুর আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছিল। তবে সে জানতে পেরে যায় কেউ মরেনি, সবাই বেঁচে গেছে। তবে এবার সে মরিয়া সকলকে একসাথে মেরে ফেলতে। কিন্তু ফুলকি আর রুদ্রর কোনো পরিকল্পনাই সফল হতে দেবেনা। তাই পরিবারকে সাথে নিয়েই রুদ্রকে পুলিশের হাতে তুলে দিল প্রমান সহ।

সম্প্রতি সেই প্রোমোই প্রকাশ্যে এসেছে। সদ্য প্রকাশ পাওয়া প্রোমোতে দেখা যাচ্ছে লাবন্যকে সকলের কাছে মৃত প্রমান করে রুদ্র আবার রাজনৈতিক ক্ষমতায় ফিরছে বলে প্রতিশ্রুতিবদ্ধ হতে যাচ্ছিল। কিন্তু তার সামনে ছদ্মবেশে হাজির হয় সেখানে লাবণ্য আর ফুলকি। আর সকলের সামনে তার কুকীর্তি ফাঁস করে তাকে পুলিশের হাতে তুলে দেয়।