Phulki : জি বাংলার (Zee Bangla) অতি জনপ্রিয় সিরিয়ালের মধ্যে একটি ‘ফুলকি’। শুরু থেকেই এই সিরিয়াল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকমহলে। বেশ কয়েকবার সকলকে হারিয়ে হয়েছে বেঙ্গল টপার। যদিও বর্তমানে তাকে মাত দিয়েছে পর্ণা অর্থাৎ ‘নিম ফুলের মধু’ সিরিয়ালটি। তবুও ফুলকির জনপ্রিয়তায় বিশেষ ভাটা পড়েনি।
সম্প্রতি, রোহিত শালিনীকে ভুলে ফুলকিকে জীবনসঙ্গী মেনে নিয়েছে। ফুলকির সাথে আরও একবার সাত পাকে বাঁধা পড়েছে সে। তবে এবারে স্ব-ইচ্ছায় ফুলকিকে স্ত্রীর মর্যাদা দিয়েছে রোহিত। কিছুদিন আগেই ধারাবাহিকের একটি নতুন প্রোমো সামনে এসেছিল যা নেটমাধ্যমে বেজায় ট্রোলের মুখে পড়েছিল।
সেখানে দেখা গিয়েছিল প্রবল বৃষ্টির জেরে বন্যায় যখন সব ভেসে যাচ্ছে। সেখানে একইসাথে জলে ভেসে যেতে থাকে ফুলকি, শালিনী আর রোহিত। একটা গাছকে আশ্রয় করে রোহিত একদিকে শালিনী আর একদিকে ফুলকিকে বাঁচানোর চেষ্টা করে চলেছে। কিন্তু ফুলকি রোহিতের এই কষ্ট সহ্য করতে না পেরে তার হাত ছাড়িয়ে ভেসে যাচ্ছে।
আরও পড়ুনঃ একি অবস্থা! ফের সময় বদলালো ‘মিঠিঝোরা’র, বেজায় চটলেন দর্শকমহল
ঠিক সেই প্রোমো অনুযায়ী ধারাবাহিকে শুরু হয়ে গেছে মূল পর্ব। যেখানে দেখা যাচ্ছে প্রবল দুর্যোগের মুখে গোটা শহর। তখন ফুলকিরা সকলে মিলে অসহায়দের সাহায্যের জন্য পথে বেরোয়। দুর্যোগে আটকে পড়া মানুষদের উদ্ধার করে। আর ত্রাণের ব্যবস্থা করতে তৎপর হয়। কিন্তু তার আগে ফুলকি জানায় ত্রাণ এসে না পৌঁছানো পর্যন্ত তাদের স্তরের চাল দল দিয়ে চালানো ঠিক হবে।
সেইমত ফুলকি স্টোরে গেলে সেখানে চারিদিকে জলে ভরে গেছে। জল থই থই করছে চারিদিকে। কিন্তু হঠাৎ করেই ফুলকি সেখানে একটা কুমির দেখতে পায়। ফুলকি এমন ভাবে আটকে পড়েছে সে পালানোর পথ খুঁজে পাচ্ছেনা। সে রোহিতকে ডাকছে কিন্তু রোহিত সঠিক সময়ে এসে পৌঁছতে পারবে কিনা সেটাই দেখার। এদিকে কুমিরটা ফুলকির দিকে ধেয়ে আসছে খুব দ্রুত।