পদ্মাবতী থেকে রঞ্জা হলেন! কতটা কঠিন ছিল এই যাত্রা ? জানুন অভিনেত্রী ইধিকার সংগ্রাম কাহিনী

ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। বর্তমানে তিনি এখন ‘পিলু’ (Pilu) ধারাবাহিকে রঞ্জার চরিত্রে অভিনয় করছেন। ‘পিলু’ ধারাবাহিকে তাঁর চরিত্রটি প্রথমে খলনায়িকা

Saranna

pilu actress idhika paul's acting journey

ছোটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী অভিনেত্রী ইধিকা পাল (Idhika Paul)। বর্তমানে তিনি এখন ‘পিলু’ (Pilu) ধারাবাহিকে রঞ্জার চরিত্রে অভিনয় করছেন। ‘পিলু’ ধারাবাহিকে তাঁর চরিত্রটি প্রথমে খলনায়িকা চরিত্র দিয়ে শুরু হলেও এখন তাঁকে পজিটিভ চরিত্রে দেখা যাচ্ছে। এমনকি ‘পিলু’ ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী পিলুর থেকেও বেশি দর্শকদের পছন্দ হয়েছে রঞ্জার অভিনয়। অভিনেত্রী ইধিকা পালের দুর্দান্ত অভিনয়ে সকলেই মুগ্ধ।

তবে ইধিকাকে অনেকেই রিমলি নামেই চেনে। কারণ জি বাংলার পর্দায় সম্প্রচারিত হত ‘রিমলি’ (Rimli) ধারাবাহিক। এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকায় চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্তে ধারাবাহিকটি বেশিদিন চলেনা বন্ধ করে দেওয়া হয়। খুব অল্প কয়েকদিনের মধ্যেই বন্ধ হয়ে যায়। তবে এই ধারাবাহিকের মধ্যে দিয়েই ইধিকা পাল (Idhika Paul) তার পরিচিতি পেয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Idhika Paul (@actresspaul)

তবে অনেকেই ভাবেন ‘রিমলি’ হয়ত তাঁর প্রথম ধারাবাহিক। কিন্তু অনেকেই জানেন না এর আগেও তিনি দুটো ধারাবাহিকে অভিনয় করেছেন। সান বাংলায় ‘বেদের মেয়ে জ্যোৎস্না’ ধারাবাহিক এবং স্টার জলসার ‘কপালকুণ্ডলা’য় পদ্মাবতীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

কেকে দাস কলেজ থেকে অ্যাকাউনটেন্সিতে অনার্স নিয়ে পড়াশোনা শেষ করেন। তারপরেই সুযোগ পান ‘কপালকুণ্ডলা’তে। ‘কপালকুণ্ডলা’ তাঁর প্রথম ধারাবাহিক। কিন্তু পার্শ্ববর্তী চরিত্রে অভিনয় করাতে তিনি অতটা পরিচিতি লাভ করতে পারেননি। এরপর এই ধারাবাহিক শেষ হতেই জি বাংলাতে ‘রিমলি’ তে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এক গরিব দরিদ্র চাষী পরিবারের মেয়ের জীবন কাহিনী নিয়ে তৈরি হয়েছিল এই ধারাবাহিকের গল্প। এরপর এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকায় ধারাবাহিক টি বন্ধ হয়ে যায়।

 

View this post on Instagram

 

A post shared by Idhika Paul (@actresspaul)


এরপর বাংলার মাটির গান এবং পুরুলিয়ার বিখ্যাত ছৌ-নাচের গল্প নিয়ে শুরু হয়েছে ‘পিলু’ ধারাবাহিক। এই ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে দেখা যায় অভিনেত্রীকে। সবশেষে বলা যায়, খলচরিত্র হোক বা মুখ্য চরিত্র সব অভিনয়েই তিনি নিজের অভিনয় দক্ষতার প্রমাণ দিয়েছেন। খল নায়িকা হলেও তার সাহসী-প্রতিবাদী চরিত্রের দিক টি এই ধারাবাহিকে ফুটে উঠেছে। নতুন প্রজন্মের একজন অভিনেত্রী হয়ে এত সুন্দর অভিনয় সত্যিই প্রশংসনীয়।

Related Post