‘নীম ফুলের মধু’কে জায়গা করে দিতে শেষ হচ্ছে এই সিরিয়াল, প্রকাশ্যে এল শেষ সম্প্রচারের দিনক্ষণ!

আবারও এক ধারাবাহিকের  ছুটির সময় আগত। ‘ইতিহাস বারবার ফিরে আসে’। আগে যা ঘটেছে তার অর্থ অতীত। আবার অতীত মানেই ইতিহাস। ঠিক তেমনই ধারাবাহিক শেষ হওয়ার

Saranna

pilu ends to give way to neem fuler modhu serial

আবারও এক ধারাবাহিকের  ছুটির সময় আগত। ‘ইতিহাস বারবার ফিরে আসে’। আগে যা ঘটেছে তার অর্থ অতীত। আবার অতীত মানেই ইতিহাস। ঠিক তেমনই ধারাবাহিক শেষ হওয়ার পিছনে যে ঘটনা গুলো আগে ঘটেছে , তাঁর পুনরাবৃত্তি বারবার ঘটছে বলেই, ওই উল্লেখযোগ্য বাক্যটা প্রযোজ্য। বুঝতে পারছেন কি বলতে চাইছি?

আসলে বর্তমানে আমরা ধারাবাহিক শেষ হওয়ার পিছনের কারণ হিসেবে দেখি টিআরপি। ধারাবাহিকের কাহিনী যতই ভালো হোকনা কেন, টিআরপি তালিকায় যদি ভালো নম্বর না থাকে, সেই ধারাবাহিকের আয়ু শেষ। আর তাই তো অনুরাগীরা ভয়ে ভয়ে থাকছে, কোন ধারাবাহিকের কপাল পুড়বে এই ভেবে। আর তাই বারবার তারা নজর রাখছে টিআরপি তালিকার উপর। আর যখন দেখছেন পছন্দের ধারাবাহিক কম নম্বর পাচ্ছে, তাতেই ভয়ে ভীত হচ্ছেন তারা। সম্প্রতি, ‘পিলু’ (Pilu) ধারাবাহিকের শেষের খবর পাওয়া যাচ্ছে।

actress idhika's performance in pilu was appreciated by the netizens

এই আগুন উস্কে দিচ্ছে, নতুন ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ (Neem Fuler Modhu) ধারাবাহিক। এই ধারাবাহিক কবে শুরু হচ্ছে, কোন সময়ে দেখা যাবে, কার বদলে স্থান হচ্ছে তার, কিছুই বোঝা যাচ্ছেনা। তাই মানুষের আশঙ্কা আরও বেড়ে যাচ্ছে, হয়ত শেষ হবে পছন্দের কোনো ধারাবাহিক। বর্তমানে ‘মিঠাই’ ধারাবাহিক নিয়ে সবার চিন্তা। কারণ যে ধারাবাহিক ছিল বেঙ্গল টপার, সেই ধারাবাহিক বর্তমানে একদম তলানিতে ঠেকেছে। এবার পিলুর খবর প্রকাশ পেতেই অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুনঃ সত্যিই শেষ হচ্ছে মিঠাই? হটাৎ অন্য সিরিয়ালে যাওয়া নিয়ে জল্পনা, আসল সত্যি জানালেন উদয়প্রতাপ সিং

কিন্তু মিঠাই (Mithai) ধারাবাহিকের নির্মাতা বলছেন, তাঁর কাছে এমন কোনো খবর নেই। আবার সৌমিতৃষা কুন্ডুও বলছেন, এ বিষয়ে কিছুই জানেননা। ধারাবাহিকের আর এক সদস্য রাতুল তথা অভিনেতা উদয় প্রতাপ সিং জানিয়েছেন, এখনও তিন মাসের মধ্যে এমন কোনো খবর নেই। তাহলে কোন ধারাবাহিক সত্যি সত্যি শেষ হবে?

zee bangla upcoming serial neem fuler modhu

তবে শোনা যাচ্ছে, ‘পিলু’ ধারাবাহিকের শ্যুটিং সেটেই শ্যুটিং হবে, ‘নিম ফুলের মধু’র। আবার এও শোনা যাচ্ছে, ‘পিলু’র শেষদিনের শ্যুটিং হবে নভেম্বরের শুরুতেই। তাই আগামী মাসের প্রথম সপ্তাহেই শেষ সম্প্রচার হবে। এ খবরের সত্যতায় নির্মাতাদের তরফে কোনো শিলমোহর এখনও দেওয়া হয়নি। তবে খুব শীঘ্রই সবটা জানা যাবে হয়ত।

× close ad