বর্তমানে সোশ্যাল মিডিয়ার বিনোদন হয়ে উঠেছেন রানু মন্ডল (Ranu Mondal)। রানু মন্ডলের ভিডিও মানেই মজাদার কিছু। ইউটিউবাররা তার বাড়িতে হাজির হন ক্যামেরা সাথে নিয়ে। হাসি, মজা, আড্ডা, গল্প আর তার কিছু কিছু বেফাঁস কথাবার্তা, উগ্র আচরণ সব মিলিয়ে বিনোদনের মধ্যমনি হয়ে থাকেন তিনি। কখনও কখনও তো সেই সব ইউটিউবারদের তিনি তেড়ে মারতেও ছোটেন।
তবে তার সুরেলা গলার চর্চা এখনও শোনা যায়। তার গলা কিছু শ্রোতাকে এখনও অবাক করে। কিছুটা পাগল গোছের এই মহিলার গলার আওয়াজ তার কথা বারংবার মানুষকে মনে করিয়ে দেয়। স্টেশন থেকে উঠে আসা এক মহিলার যাত্রার কথা মনে করিয়ে দেয়। তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন জনপ্রিয় গায়ক হিমেশ রেশমিয়া।
জনপ্রিয় গায়ক ও অভিনেতা হিমেশ রেশমিয়ার সাথে ‘তেরি মেরি কাহানি’ গানের রেকর্ডিং এর পরেই তার জনপ্রিয়তা দ্বিগুন বেড়ে যায়। গানটি প্রতিটি পুজো ,মণ্ডপেই জায়গা করে নিয়েছিল। কিন্তু, কিছু অদ্ভুত আচরণ ও মন্তব্যের জেরে খুব তাড়াতাড়ি এই উঠতি শিল্পীকে তার পুরোনো জায়গায় ফিরে যেতে হয়েছে। হারাতে হয়েছে সব কিছুই।
তবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার সুবাদে একজন পরিচিত মুখ হিসাবে রানু মণ্ডলকে (Ranu Mondal) কাজে লাগিয়েছেন বিভিন্ন ইউটিউবাররা। তাদের চ্যানেলের ভিউ বাড়াতে তারা নানান ভাবে হাজির হয়েছেন রানু মন্ডলের বাড়িতে। তার সাথে ভিডিও করতে ছুতে গেছেন। কখনও সাক্ষাৎকার, আবার কখনও গল্প, কখনওবা ফটোশ্যুট তাকে নানান ভাবে ক্যামেরার সামনে এনে তার ক্রেজ বজায় রাখার চেষ্টা করে চলেছেন ইউটিউবাররা।
তার ভালো-খারাপ সবটাই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পরে। কিছুসংখ্যক দর্শক যেমন তার গান শুনতে ভালোবাসেন, প্রশংসা করেন। তেমনই অনেক মানুষ তার গানের গলা নিয়ে ব্যঙ্গ করেন, কেউ কেউ আবার তার বেফাঁস মন্তব্য শুনে তীব্র সমালোচনা করেন। আবার তার কীর্তি দেখে হেসে কুটোপুটি হন কিছু দর্শক।
সম্প্রতি রানু মন্ডল আবারো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছেন, বসন্ত উৎসব উপলক্ষ্যে এক ইউটিউবার তার বাড়িতে পৌঁছে যান রানু মণ্ডলকে বসন্ত উৎসবের জন্য বিশেষ ভাবে সাজিয়ে তুলতে। রানু মন্ডল হলুদ শাড়ি ও ফুলের গহনা পরে সুন্দর করে সেজে সাথে ফুলের বৃষ্টিতে জনপ্রিয় হিন্দি গান ‘মুঝে পিয়া ঘর জানা হ্যায়’ গাইছেন। তার গান শুনে অনেকেই মুগ্ধ হয়েছেন। গানের জন্য নতুন করে তিনি প্রশংসা কুড়িয়েছেন।