‘অপরাজিতা অপু’র পর আবারও ‘দীপু’ হয়েই পর্দায় কামব্যাক করছেন রোহন ভট্টাচার্য

দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas), বাংলার একমাত্র খেলোয়াড় যিনি কলকাতার মাঠে তিন প্রধানের জার্সিতে খেলেছেন। মোহনবাগান, ইষ্টবেঙ্গল, মহামেডান। এছাড়াও ভারতের হয়ে খেলেছেন প্রাক অলিম্পিক, প্রাক বিশ্বকাপ,

Saranna

rohaan bhattacharjee

দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas), বাংলার একমাত্র খেলোয়াড় যিনি কলকাতার মাঠে তিন প্রধানের জার্সিতে খেলেছেন। মোহনবাগান, ইষ্টবেঙ্গল, মহামেডান। এছাড়াও ভারতের হয়ে খেলেছেন প্রাক অলিম্পিক, প্রাক বিশ্বকাপ, এশিয়া কাপ, সাফ গেমস আর আফ্রো-এশিয়ান গেমস। মহমেডান ফুটবল দলের টেকনিক্যাল ডিরেক্টর তিনি। এমনই এক প্রতিভাবান মানুষের বায়োপিক আসছে। ময়দানের গল্প রূপোলী পর্দায়। তাঁর গল্প তুলে ধরবেন, পরিচালক শ্রী প্রীতম।

ছবির নাম ‘দীপু’। দীপেন্দুর চরিত্রে অভিনয় করছেন, রোহন ভট্টাচার্য (Rohaan Bhattacharjee)। এর আগে অভিনেতা কে ‘অপরাজিতা অপু’ ধারাবাহিকে দীপুর চরিত্রে দেখা মিলেছিল। আবার তাঁকে দীপু হিসেবেই দেখা মিলছে। বর্তমানে তাঁর দেখা মিলেছে, ‘ডান্স ডান্স জুনিয়র’-এর মঞ্চে। তাঁকে দেখা যাচ্ছে, ‘ভাসান বাপি’র চরিত্রে। এবার তাঁর দেখা মিলবে এমন এক চরিত্রে।

rohan is coming on tollywood as footballer deependu biswas

অভিনেতা দর্শকদের বেশ পছন্দের। অনুরাগীরা খুঁজছিলেন রোহন ভট্টাচার্য কে কবে দেখা যাবে। তাঁকে সবাই ছোটো পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন। অভিনেতা জানিয়েছিলেন এখন ডান্স বাংলা ডান্স নিয়ে ব্যস্ত আছেন, পছন্দের কোনো চরিত্র পেলে নিশ্চয়ই ফিরবেন। শোনা গিয়েছিল ওয়েব সিরিজে ডেবিউ করবেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, মুকুটে নতুন পালক জুড়ছে।

এই চরিত্র প্রসঙ্গে অভিনেতা জানান, ‘এই চরিত্রের জন্য প্রশিক্ষণ নিচ্ছি, অনেকদিন হল ফুটবল খেলা হয়নি। এখন ফুটবলারদের মতো চেহারা তৈরি করছি। দীপেন্দু দার সাথেও কথা হয়েছে। উনি আমাকে ফুটবল শেখাবেন। আমায় উনি ফুটবল শেখাবেন। দেখা যাক কি হয়, আমি খুব খুশি এই চরিত্র পেয়ে’।

 

View this post on Instagram

 

A post shared by Rohaan (@rohaan_bhattacharjee)


উল্লেখ্য, কিছুদিন আগেই শোনা যাচ্ছিল ইস্টবেঙ্গলের ফুটবলার মেহতাব হোসেনের বায়োপিক ‘মেহতাব’- আসছে বড় পর্দায়। অন্যদিকে ইতিমধ্যেই দীপেন্দু বিশ্বাসের বায়োপিকের পোস্টার রিলিজ হয়েছে। এই গল্পে হিরোইনের ভূমিকায় থাকছেন সঙ্গীত জগতের মানুষ বর্ষা সেনগুপ্ত।

আগামী বছর শ্যুটিং শুরু হবে। ছবিতে কিছুক্ষণের জন্য দেখা মিলবে দীপেন্দু বিশ্বাসকে। অনেকেই খুশি অনুরাগীরা। অনেকে কমেন্ট লিখেছেন, ‘আমরা পাশে আছি তুমি এগিয়ে যাও’। আর একজন লিখেছেন, ‘অনেক অনেক অনেক অভিনন্দন আর আশীর্বাদ! জয় হোক’।

Related Post