TRP নেই তাই তড়িঘড়ি ইতি ‘সন্ধ্যাতারা’য়, প্রধান নায়িকাকে ছাড়া শেষ পর্ব দেখে ক্ষুব্ধ দর্শকেরা

Sandhyatara Serial : প্রধান অভিনেত্রীকে ছাড়াই শেষ হয়ে গেল সিরিয়াল, মনখারাপ অনুরাগীদের

Nandini

sandhyatara serial end without main actress angry audience

স্টার জলসায় (Star Jalsha) দুই বোনের আত্মত্যাগের এক অন্যরকম কাহিনী নিয়ে শুরু হয়েছিল ‘সন্ধ্যাতারা’ (Sandhyatara)। যারা ভাগ্যের ফেরে একই মানুষকে ভালোবেসে ফেলে। তবে দিদির বরের প্রতি কোনো কুনজর না দিয়ে নিঃশব্দে সরে যেতে চেয়েছিল তারা। আবার, তারা আর আকাশনীলের মাঝের সম্পর্কের সত্যতা সন্ধ্যা জানতে পেরেই চেয়েছিল নিজেকে দূরে সরিয়ে নিয়ে। তারার জন্য তার দিদি মায়ের থেকেই বেশি কিছু ছিল।

সন্ধ্যা বোনের জন্য প্রাণপাত করতে পারত। শুরু থেকে এই গল্পের বুনন ভালো হলেও কোথাও গিয়ে এই সিরিয়াল হেরে গেছে জনপ্রিয়তায়, পায়নি টিআরপি। গল্পের যতই মোড় আসুক কখনও বোনকে বোনের প্রতিদ্বন্ধি করে দেখানো হয়নি ধারাবাহিকে। তবে টিআরপি ছাড়া এখন যেকোনো সিরিয়ালের পক্ষেই টিকে থাকা বেশ কষ্টকর।

in sandhyatara serial audience happy to see sandhya and akashnil's relationship understanding

একভাবে তালিকায় নজরে না আসলে তড়িঘড়ি সেই সিরিয়াল বন্ধের প্রস্তুতি নিয়ে নেওয়া হয়। আর ‘সন্ধ্যাতারা’র ক্ষেত্রেও এমনটাই দেখা গেল। সন্ধ্যা আর তারার মাঝে সম্পর্ক জটিল করে না তুলে তারার অনত্র বিয়ে দেখানো হয়েছিল গল্পে। তবে তারা যে তারাকে কেবল টাকার জন্য বিয়ে করে নিয়ে যাচ্ছে তা বুঝতে পারেননি বিজয়া মাঠান। তারার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে।

আরও পড়ুনঃ ‘পরাগকেও বিশ্বাস করিনা, দ্রোণ’দা কেও না’, সহ অভিনেতাকে নিয়ে বিস্ফোরক ‘শিমুল’ মানালি

তবে গল্পে সন্ধ্যা আর তারাকে সমান ভাবে দেখা যাচ্ছিলনা। বেশ কিছুদিন তারাকে দেখতেই পাননি দর্শক পর্দায়। এই নিয়ে অভিনেত্রীর অনুরাগীরা ক্ষোভ প্রকাশ করেছিলেন। অবশেষে অভিনেত্রী নিজের ধারাবাহিক ছাড়ার খবর প্রকাশ্যে আনেন। তারা চরিত্রটি বাদ পরে যায় গল্প থেকে। গতকাল অর্থাৎ ১ লা মার্চ ধারাবাহিকটি শেষ হয়েছে। যেখানে গল্পে অনেককিছু বাকি থেকে গেলেও তড়িঘড়ি যে শেষ করা হয়েছে তার ছাপ ছিল স্পষ্ট।

sandhyatara serial end without main actress

শেষদিনে তারাকে আর দেখাই গেলনা পর্দায়। এতে ভীষণ ভাবে ক্ষুব্ধ সন্ধ্যাতারার দর্শকেরা। তারা এমন একটা শেষ আশা করেননি। তবে এইভাবে শেষের মধ্যে দিয়ে গল্পের শেষ পর্বে সন্ধ্যা আর আকাশনীলের মাঝে ছোট্ট একটা মিষ্টি মুহূর্ত দেখা গেছে। যা কিছুটা হলেও অপূর্ন গল্পটা পূর্ণ করেছে। তবে অনেকটাই রয়ে গেল বাকি।

Related Post