‘এক্কাদোক্কা’য় ‘সোনাতিক’ জুটি গড়ে ওঠার গুঞ্জনের মাঝেই সত্যিটা জানিয়ে মুখ খুললেন পোখরাজ অভিনেতা সপ্তর্ষি মৌলিক!

ধারাবাহিক প্রেমী মানুষরা নতুন এক ঘটনার সম্মুখীন হচ্ছেন যেখানে দেখা যায়, ধারাবাহিকের নায়ক চলে যাচ্ছে পার্শ্ব চরিত্রে আর পার্শ্ব চরিত্র হচ্ছে নায়কের ভূমিকায়। স্টার জলসার

Saranna

saptarshi moulik openup about ekka dokka new pair rumours

ধারাবাহিক প্রেমী মানুষরা নতুন এক ঘটনার সম্মুখীন হচ্ছেন যেখানে দেখা যায়, ধারাবাহিকের নায়ক চলে যাচ্ছে পার্শ্ব চরিত্রে আর পার্শ্ব চরিত্র হচ্ছে নায়কের ভূমিকায়। স্টার জলসার ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে এমন জিনিস দেখা গেছে, আবারও স্টার জলসার আরও একটি ধারাবাহিকে এইরকম ঘটনা দেখা গেল। স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় ধারাবাহিক ‘এক্কাদোক্কা’ (Ekka Dokka) তে একই প্রতিচ্ছবির দেখা মিলল।

কিন্তু এই রকম কেন হল? দর্শকদের প্রশ্ন ধারাবাহিক নির্মাতাদের কাছে। ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে দেখা গেছে নায়ক পোখরাজ অর্থাৎ সপ্তর্ষি মৌলিক পার্শ্ব চরিত্র হয়ে গিয়েছেন। নায়িকা রাধিকা অর্থাৎ সোনামনি সাহার বিপরীতে দেখা যাচ্ছে অন্য এক চরিত্রকে। সেই চরিত্র হল ডাঃ অনির্বাণ গুহ। এই চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা প্রতীক সেন। সোনামনি সাহা এবং প্রতীক সেন জুটি ‘মোহর ‘ধারাবাহিক থেকেই জনপ্রিয় হয়েছেন।

saptarshi moulik openup about ekka dokka new track

আর তাই আবার যখন এক্কাদোক্কা তে দেখা গেছে, তখন দর্শকদের মনে আনন্দের ঝর্ণা বইতে দেখা যায়। দুজনকে দেখে সকলেই খুশি। আর তাই সবাই বলছেন পোখরাজকে ভিলেন করে দিক, আর ডাঃ অনির্বাণ গুহকে নায়ক করে দিন। এরকম আরও নানান ধরণের মন্তব্য। তবে একটা কথা শোনা যাচ্ছে, অভিনেতা সপ্তর্ষি মৌলিক নাকি থিয়েটারের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন। ধারাবাহিকে তিনি সময় দিতে পারছেন না। তাই গল্পের মোড় ঘুরিয়ে আনা হয়েছে।

কিন্তু এই খবর একটা জল্পনা মাত্র। তার উত্তর দিয়েছেন অভিনেতা সপ্তর্ষি নিজেই। তিনি জানিয়েছেন, এটা একটা গুঞ্জন মাত্র। ভ্রান্ত ধারণা। কেন প্রতীক সেনকে আনা হয়েছে তা জানতে হলে ধারাবাহিকের আগামী পর্ব গুলি দেখতে হবে। তবে এই গুঞ্জনের প্রতিবাদ করেছেন অনেক অনুরাগীও। একজন লিখেছেন, ‘এক্কা দোক্কা তে পোখরাজ কে সাইড করে দেওয়ায় কিছু মানুষ তো কোন কথা বলেননি।

saptarshi moulik openup about ekka dokka sonatik pair

উপরন্তু অনেকে এখন সপ্তর্ষীর দিকে আঙুল তুলছে নান্দিকার কে দায়ি করে। একজন বলেছেন, ‘থিয়েটার সপ্তর্ষী দার প্রাণ! সেখান থেকেই তো তার বেড়ে ওঠা! এটা উনি বছরের পর বছর ধরে করে আসছেন। তার সাথেই ব্যালেন্স করে সিরিয়াল/ সিনেমা তে অভিনয় করে চলেছেন। সপ্তর্ষী দা সব প্ল্যাটফর্মে সবরকম চরিত্রে কাজ করতে ভালোবাসেন, দিন রাত পরিশ্রম করে কাজ করেন! তাই এইভাবে মিথ্যে কথা বলবেন না একজন মানুষ এর সম্পর্কে’।

Related Post