‘টাকা বেশি চাইলে নতুন মুখ…’, বাংলা ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক শঙ্কর চক্রবর্তী!

Shankar Chakraborty : 'স্ক্রিপ্ট না পড়েই চলে আসে'! বাংলা সিরিয়ালের নতুন প্রজন্ম নিয়ে মন্তব্য অভিনেতা শঙ্কর চক্রবর্তীর

Saranna

shankar chakraborty comment on nowdays bengali serial industry and newcommer's behaviour with senior

নতুন-পুরাতনের দ্বন্দ্ব তো আজীবন কাল ধরে চলে আসছে। বাংলা সাহিত্যপ্রেমী মানুষেরা জানেন কত প্রাবন্ধিক, কত ঔপন্যাসিক, কত গল্পকারেরা তাদের লেখনীতে ফুটিয়ে তুলেছেন এই দ্বন্দ্বের  কথা। বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Serial) ইন্ডাস্ট্রিতেও এই দ্বন্দ্ব দেখা যাচ্ছে। নতুন প্রজন্মের মানুষরা এতটাই সোশ্যাল মিডিয়া আকৃষ্ট যে তাঁরা সব শিষ্টাচার ভুলে যাচ্ছে। এইরকমই কিছু জানালেন টলিপাড়ার (Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী (Shankar Chakraborty)। 

টলিপাড়ার জনপ্রিয় অভিনেতা শঙ্কর চক্রবর্তী, অনেক বছর ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন। করেছেন সিনেমা, করেছেন সিরিয়াল। সবেতেই তাঁর অভিনয় চোখে তাক লাগানোর মতো। দীর্ঘদিন অভিনয়ে কাজ করায় বহু অভিজ্ঞতা সঞ্চার করেছেন অভিনেতা। নতুন প্রজন্মের ব্যবহার তাঁর কাছে অনেক দৃষ্টিকটু লাগে। এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন।

actor shankar chakraborty shear his journey3

তিনি জানিয়েছেন, ‘ সামনে বসে আছেন সিনিয়র অভিনেতা তার সামনেই আর একজন পা তুলে দিয়েছে চেয়ারে । সামান্যতম সৌজন্যবোধ নেই নতুন প্রজন্মের।  এটা করা উচিত নাকি উচিত নয়। আমি অনেক সিনিয়র অভিনেতাদের সাথে কাজ করেছি সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে কালী ব্যানার্জী, তরুণ কুমার, অরুণ কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায় এনাদের দেখলে আমি তটস্থ হয়ে যাই।

আরও পড়ুনঃ প্রেম করছেন রণিতা-সৌম! নীরবতা ভাঙলেন অভিনেতা, জানালেন আক্ষেপের কথাও

আর আজকের প্রজন্ম সেটে এসে রিল করে, ডিরেক্টরের কথা শোনেনা। যখন ডিরেক্টর রেগে বলে, তখন তারা কাজ করে, কিন্তু কাজের প্রতি কোনো মনোযোগ নেই। ফ্লোরে যখন আসে স্ক্রিপ্টটা তারা দেখে আসেনা। কি হচ্ছে তারা জানেনা। অথচ টিআরপি যখন বেড়ে যাচ্ছে, তখন তারা ভাবছে এটা আমাদের জন্য হচ্ছে।’ বর্তমানে একটা কথা প্রায়শই শোনা যায়, যাদের সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বেশি তারাই নাকি অভিনয়ে সুযোগ পায়?

এ প্রসঙ্গে তিনি জানান, ‘আমার এমনটা মনে হয়না’। নিজেদের অস্তিত্ব নিয়েও অভিনেতা মুখ খোলেন। ‘সিরিয়ালে বাবা, মা, কাকা, জেঠা দরকার পড়ে বলে আমরা কোনোরকমে  আছি। বাজেট যেখানে চলে যাচ্ছে, আগামী দিনে টাকা যদি বেশি চাই তাহলে নেবে কিনা আমার সন্দেহ। তখন নতুন মুখ খুঁজবে। সেই দিন আসছে। তবে এখনো আমাকে নিচ্ছে, তার জন্য কৃতজ্ঞ চ্যানেল কর্তৃপক্ষের কাছে।‘

× close ad