স্বামী-স্ত্রীর মাঝে ঢুকতে চাওয়ায় ‘পায়েল’কে উচিত শিক্ষা দিল শ্রী! খুশি ‘মিঠাই’ অনুরাগীরা

একটা ধারাবাহিকের কাহিনীতে নায়ক-নায়িকা থাকেই। আর থাকে তৃতীয় ব্যক্তি। আমাদের বাস্তব জীবনেও দেখা যায় এই তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে। তৃতীয় ব্যক্তি মানেই সবসময় ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত

Saranna

shree slape payel for her behaviour in mithai

একটা ধারাবাহিকের কাহিনীতে নায়ক-নায়িকা থাকেই। আর থাকে তৃতীয় ব্যক্তি। আমাদের বাস্তব জীবনেও দেখা যায় এই তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে। তৃতীয় ব্যক্তি মানেই সবসময় ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত ব্যক্তি নয়, তৃতীয় ব্যক্তি অন্য কোনো সম্পর্কেরও হতে পারে। বাস্তব জীবন থেকে উদ্ভুদ্ধ হয়েই তো কাহিনী লেখা হয় তাই না? আর তাই ধারাবাহিক গুলোতেও দেখা যায় তৃতীয় ব্যক্তিকে।

এই যেমন জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’ (Mithai) তেও আমরা দেখেছি তৃতীয় ব্যক্তির আগমন ঘটতে। মিঠাই ধারাবাহিকের অনুগামীরা শুধুমাত্র যে মিঠাই আর সিডকে ভালোবাসেন তা কিন্তু নয়, মনোহরার প্রত্যেক সদস্যকে ভালোবাসেন তারা। আর তাই তো লেখিকা শুধুমাত্র সিড-মিঠাই এর কাহিনী রাখেননি, রেখেছেন প্রত্যেক সদস্যের জীবনের কাহিনী।

in mithai shree slape payel for her behaviour

হল্লা পার্টির প্রত্যেক সদস্যদেরই জীবনের একটা নিটোল গল্প আছে। সিডের বোন শ্রী এবং তাঁর প্রিয় মানুষ রাতুল এই দুই জুটিকে দর্শকরা বেশ ভালোবেসে ফেলেছেন। শ্রী এখন প্রফেসর। কিন্তু তাদের দুজনের জীবনেও এসেছে তৃতীয় ব্যক্তি, পায়েল। আর এই পায়েলের জন্য শ্রী-রাতুলের জীবনে সৃষ্টি হচ্ছে ভুল বোঝাবুঝি। শ্রীকে অপদস্থ করতে পায়েল জঘন্য পরিকল্পনা করে।

আর তাই পায়েলকে উপযুক্ত জবাব দিতে শ্রী ঠাস ঠাস করে পায়েলের গালে চর মারে। এই দৃশ্য দেখে দর্শকরা বেশ খুশি। তাই এক অনুরাগী খুশি হয়ে বলছেন, ‘ শ্রী’র পায়েলকে ঠাস ঠাস করে চড় মারা টা সেই ছিলো। শ্রী বললো যতোবার অসভ্যতামতো করবে ততোগুলো করে চড় খাবে। সব সিরিয়াল গুলোর নায়িকারা যদি এরকম থার্ড পার্সনগুলোকে ঠাস ঠাস করে চড়াতে পারতো তাহলে সব কটা শুধরে যেতো’।

in mithai shree punished payel for creat misunderstanding between shree and ratul

উল্লেখ্য, শোনা যাচ্ছে, নতুনকে জায়গা দিতে শেষ হচ্ছে মিঠাই ধারাবাহিক। ২৩ শে মার্চ দেখা যাবে শেষ এপিসোড। এই খবর শুনে অনুরাগীরা বেশ আবেগিত। তাঁরা বলছেন, ‘অনেক মিস করব মিঠাই কে আর মিঠাই এর সেই কথা গুলো সাইটপ্লিজ, ননসেজ, দাদুর নাতি, উচ্ছে বাবু। মিঠাই ধারাবাহিকের মতো আমি আর দুটো পাব না। কিন্তু আমি যেটা মনে করি আরো অনেক দিন নিতে পারত’। তবে এই খবরে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল শিলমোহর পড়েনি।

Related Post